করোনার উৎস খুঁজতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার এই টাস্কফোর্স গঠন হয়। নতুন টাস্কফোর্স গঠনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি হতে পারে করোনার উৎস খোঁজার শেষ সুযোগ। পাশাপাশি চীনকেও করোনার প্রথম দিকের তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৬ বিশেষজ্ঞকে মনোনয়ন দেওয়া হয়েছে দ্য অরিজিন অন নোভেল প্যাথোজেনস (সাগো) নামের টাস্কফোর্সটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, নবগঠিত উপদেষ্টা গোষ্ঠীই সম্ভবত কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ধারণের শেষ সুযোগ হতে পারে।
দেড় বছরের বেশি সময় আগে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। তবে কীভাবে এটি ছড়িয়েছে সেটি এখনো জানা যায়নি।
ধারণা করা হয়, উহানের একটি বাজারে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছে এই ভাইরাস। আবার অনেক বিশেষজ্ঞই বলেছেন, উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন টাস্কফোর্সও করোনার উৎস খুঁজতে এই দুটি দিক নিয়ে পর্যবেক্ষণ করবে।
তবে ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়টি অস্বীকার করে চীন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি তদন্ত দল করোনার উৎস খুঁজে বের করতে চীন গিয়েছিল। ওই দলের পক্ষ থেকে বলা হয়, বাদুড় থেকেই এসেছে করোনা তবে কীভাবে এসেছে তা নিয়ে বিস্তারিত তাঁরা জানাতে পারেননি।
পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চীনের স্বচ্ছতার অভাবে তদন্ত দলের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
করোনার উৎস খুঁজতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার এই টাস্কফোর্স গঠন হয়। নতুন টাস্কফোর্স গঠনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি হতে পারে করোনার উৎস খোঁজার শেষ সুযোগ। পাশাপাশি চীনকেও করোনার প্রথম দিকের তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৬ বিশেষজ্ঞকে মনোনয়ন দেওয়া হয়েছে দ্য অরিজিন অন নোভেল প্যাথোজেনস (সাগো) নামের টাস্কফোর্সটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, নবগঠিত উপদেষ্টা গোষ্ঠীই সম্ভবত কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ধারণের শেষ সুযোগ হতে পারে।
দেড় বছরের বেশি সময় আগে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। তবে কীভাবে এটি ছড়িয়েছে সেটি এখনো জানা যায়নি।
ধারণা করা হয়, উহানের একটি বাজারে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছে এই ভাইরাস। আবার অনেক বিশেষজ্ঞই বলেছেন, উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন টাস্কফোর্সও করোনার উৎস খুঁজতে এই দুটি দিক নিয়ে পর্যবেক্ষণ করবে।
তবে ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়টি অস্বীকার করে চীন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি তদন্ত দল করোনার উৎস খুঁজে বের করতে চীন গিয়েছিল। ওই দলের পক্ষ থেকে বলা হয়, বাদুড় থেকেই এসেছে করোনা তবে কীভাবে এসেছে তা নিয়ে বিস্তারিত তাঁরা জানাতে পারেননি।
পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চীনের স্বচ্ছতার অভাবে তদন্ত দলের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এবার যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা ওষুধ ও সেমিকন্ডাক্টর পণ্যের ওপর শুল্ক আরোপে তদন্ত শুরু হচ্ছে। বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই শুল্ক আরোপ করা হবে। গত সোমবার দেশটির ফেডারেল রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেদেড় বছরের আগ্রাসনে ৫১ হাজার মানুষকে হত্যার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসসহ অঞ্চলটির প্রতিরোধ সংগঠনগুলোকেও নিরস্ত্র করার শর্ত দেওয়া হয়েছে। তবে এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে হামাস।
৬ ঘণ্টা আগেওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি
৭ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে গোপন দেশটির সামরিক চৌকি এবং এবড়োখেবড়ো কাঁচা রাস্তা পেরিয়ে কোরীয় উপদ্বীপের শেষ প্রান্তে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি এবং একটি গভীরতম হ্রদ। উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরির মাউন্ট পাইকতু হলো কোরীয় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ। শুধু তাই নয়, যে উপাখ্যানের...
৮ ঘণ্টা আগে