এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি।
তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি।
তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
৭ মিনিট আগেমেক্সিকোর ঐতিহ্যবাহী কুইনসেনিয়েরা পোশাক এখন চীন থেকে আমদানি করা পোশাকের দখলে চলে যাচ্ছে। সস্তায় আমদানি ও স্থানীয় বাজারে কম দামের কারণে মেক্সিকোর প্রায় ৫০০ কোটি ডলারের ঐতিহ্যবাহী পোশাকশিল্প ধসে পড়েছে। চাকরি হারাচ্ছেন হাজার হাজার শ্রমিক।
১২ মিনিট আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, সমতা নিশ্চিতের জন্য তৈরি করা ব্রিটিশ আইনে ‘নারী’ তারাই যাদের ‘জৈবিক লিঙ্গ নারী’ অর্থাৎ যারা শারীরিকভাবে নারী। তবে আদালত বলেছেন, এই রায়ে ট্রান্সজেন্ডাররা কোনো সমস্যায় পড়বেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে