Ajker Patrika

লকডাউনের মধ্যে চীনের জিয়ান শহরে খাদ্য সংকটের অভিযোগ 

লকডাউনের মধ্যে চীনের জিয়ান শহরে খাদ্য সংকটের অভিযোগ 

এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

 ২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার। 
 
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা। 

স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন। 
 
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে। 
 
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। 
 
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি। 

তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে। 

 উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত