তিনজন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত ওয়ায় চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের শহর ইউঝু শহরে লকডাউন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে শহরটিতে লকডাউন শুরু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ‘শূন্য-কোভিড’ কৌশল নিয়েছে চীন। তবে সম্প্রতি চীনের বিভিন্ন শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে বেইংজিয়ে শীতকালীন অলিম্পিক শুরু হতে যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউঝু শহরে ১০ লাখ ২৭ হাজার মানুষ বাস করেন। গতকাল সোমবার রাত থেকেই শহরটির জনগণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
এক বিবৃতিতে শহরটির কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রাণকেন্দ্রে বাস করা জনগণ অবশ্যই বাইরে যেতে পারবে না। মহামারি নিয়ন্ত্রণের জন্য সব এলাকায় গেট স্থাপন করা হবে।
এ ছাড়া শহরটিতে এরই মধ্যে বাস ও ট্যাক্সি-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শপিং মল, জাদুঘর ও পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চীনে ১৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হেনান প্রদেশে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় শহর নিংবো একটি গার্মেন্ট ফ্যাক্টরি থেকে আটজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
চীনের জিয়ান শহরে আজ মঙ্গলবার ৯৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে চীনের জিয়ান শহরে ১ হাজার ছয় শতাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত কয়েক দিন সেখানে করোনা রোগী গত সপ্তাহের চেয়ে কম শনাক্ত হচ্ছে।
তিনজন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত ওয়ায় চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের শহর ইউঝু শহরে লকডাউন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে শহরটিতে লকডাউন শুরু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ‘শূন্য-কোভিড’ কৌশল নিয়েছে চীন। তবে সম্প্রতি চীনের বিভিন্ন শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে বেইংজিয়ে শীতকালীন অলিম্পিক শুরু হতে যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউঝু শহরে ১০ লাখ ২৭ হাজার মানুষ বাস করেন। গতকাল সোমবার রাত থেকেই শহরটির জনগণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
এক বিবৃতিতে শহরটির কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রাণকেন্দ্রে বাস করা জনগণ অবশ্যই বাইরে যেতে পারবে না। মহামারি নিয়ন্ত্রণের জন্য সব এলাকায় গেট স্থাপন করা হবে।
এ ছাড়া শহরটিতে এরই মধ্যে বাস ও ট্যাক্সি-সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শপিং মল, জাদুঘর ও পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চীনে ১৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হেনান প্রদেশে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় শহর নিংবো একটি গার্মেন্ট ফ্যাক্টরি থেকে আটজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
চীনের জিয়ান শহরে আজ মঙ্গলবার ৯৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে চীনের জিয়ান শহরে ১ হাজার ছয় শতাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত কয়েক দিন সেখানে করোনা রোগী গত সপ্তাহের চেয়ে কম শনাক্ত হচ্ছে।
পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
৭ মিনিট আগেমেক্সিকোর ঐতিহ্যবাহী কুইনসেনিয়েরা পোশাক এখন চীন থেকে আমদানি করা পোশাকের দখলে চলে যাচ্ছে। সস্তায় আমদানি ও স্থানীয় বাজারে কম দামের কারণে মেক্সিকোর প্রায় ৫০০ কোটি ডলারের ঐতিহ্যবাহী পোশাকশিল্প ধসে পড়েছে। চাকরি হারাচ্ছেন হাজার হাজার শ্রমিক।
১২ মিনিট আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, সমতা নিশ্চিতের জন্য তৈরি করা ব্রিটিশ আইনে ‘নারী’ তারাই যাদের ‘জৈবিক লিঙ্গ নারী’ অর্থাৎ যারা শারীরিকভাবে নারী। তবে আদালত বলেছেন, এই রায়ে ট্রান্সজেন্ডাররা কোনো সমস্যায় পড়বেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে