অনলাইন ডেস্ক
সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।
কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।
গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।
https://x.com/i/status/1853415869285597364
‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।
বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’
জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।
সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।
কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।
গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।
https://x.com/i/status/1853415869285597364
‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।
বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’
জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।
সাংবাদিকতার জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক বছরগুলোর একটি হয়ে উঠেছে ২০২৪ সাল। আজ বৃহস্পতিবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর শিকার সাংবাদিকদের এক-তৃতীয়াংশ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ তথ্য স্বাধীন সাংবাদিকতার ওপর চলমান...
১ ঘণ্টা আগেইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রুভেন রিভলিন দাবি করেছেন, প্রয়াত ব্রিটিশ রানি এলিজাবেথ মনে করতেন—প্রত্যেক ইসরায়েলিই হয় সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীদের বংশধর। গত রোববার লন্ডনে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় টেকনিওন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির ১০০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন...
২ ঘণ্টা আগেএক বছরেরও বেশি সময় ধরে আপত্তি জানানোর পর হামাস অবশেষে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি দাবি মেনে নিয়েছে। এই চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ সাময়িকভাবে গাজায় অবস্থান করবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ বৃহস্পতিবার আরব...
২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে এই প্রাপ্তির জন্য তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস তাঁর পাঠকদের উদ্দেশে এক চিঠিতে বলেন, ‘ঐতিহাসিক পুনরুত্থান,
২ ঘণ্টা আগে