প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপির তোপ

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৮
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫১
প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী গতকাল সোমবার ‘প্যালেস্টাইন’ লেখা একটি চটের ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন লোকসভায়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতেই তিনি এটি বহন করেছিলেন। পরে লোকসভায় তিনি বাংলাদেশে হিন্দু-খ্রিষ্টানদের প্রতি হওয়া ‘অন্যায়ের’ বিরুদ্ধে আওয়াজ তোলেন।

কেরালার ওয়ানাদ থেকে নির্বাচিত এই লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির অভিযোগ, প্রিয়াঙ্কা ফিলিস্তিন ইস্যুতে সরব কিন্তু বাংলাদেশে হিন্দুদের ব্যাপারে নিশ্চুপ। বিজেপি একে ‘তোষণ ও স্থূল সাম্প্রদায়িক অবস্থান’ বলে অভিহিত করেছে।

প্রিয়াঙ্কা যখন লোকসভায় পৌঁছানোর পর ব্যাগটি প্রকাশ্যে প্রদর্শন করেন। তাঁর এই ব্যাগ মূলত ফিলিস্তিনিদের সঙ্গে তাঁর সংহতির বার্তা বহন করে। ব্যাগটিতে তরমুজের মতো চিহ্নও ছিল, যা ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। কংগ্রেস নেতারা প্রিয়াঙ্কার এই ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেছেন।

প্রিয়াঙ্কার এই অবস্থানকে আক্রমণ করে বিজেপি সাংসদ ও মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘গান্ধী পরিবার সব সময় তোষণের ব্যাগ বহন করেছে। এই তোষণের ব্যাগই তাদের নির্বাচনী পরাজয়ের কারণ।’ বিজেপির কিছু নেতা এক কাঠি বেড়ে দাবি করে বলে বসেন, ‘সংসদ সদস্যরা এমন ব্যাগ বহন করতে পারেন না।’

পরে বিজেপির সমালোচনা তুলে ধরে এক সাংবাদিক প্রিয়াঙ্কাকে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে জবাব দেন, ‘আমার পোশাক কী হবে তা কে ঠিক করবে? এটা পুরুষতন্ত্রের সাধারণ উদাহরণ যে, নারীদের কী পরতে হবে সেটাও আপনারা ঠিক করবেন। আমি এটা মানি না। আমি যা চাই, তাই পরব।’

বিজেপির সোশ্যাল মিডিয়াপ্রধান অমিত মালব্য প্রিয়াঙ্কার ‘পুরুষতন্ত্র’ মন্তব্যকে কেন্দ্র করে বলেছেন, এটি প্রিয়াঙ্কার ‘বড় ব্যর্থতা’। একই সঙ্গে মালব্য প্রিয়াঙ্কার বিরুদ্ধে ‘মুসলিম তোষণের’ অভিযোগ তুলেছেন। মালব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘যারা ভেবেছিলেন প্রিয়াঙ্কা ভদ্র সেই দীর্ঘ প্রতীক্ষিত সমাধান, যা তাদের আগেই গ্রহণ করা উচিত ছিল, তাঁরা সংসদ অধিবেশন শেষে দুই মিনিট নীরবতা পালন করুন। তিনি রাহুল গান্ধীর থেকেও বড় বিপর্যয়, যিনি সংসদে ফিলিস্তিনের পক্ষে ব্যাগ বহন করে সেটিকে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই বলে মনে করেন। ”

মালব্য আরও লেখেন, ‘মুসলিমদের প্রতি স্থূল সাম্প্রদায়িক সহানুভূতি এখন পুরুষতন্ত্রের বিরুদ্ধে অবস্থান বলে চালানো হচ্ছে! ভুল করবেন না, কংগ্রেসই এখন নতুন মুসলিম লীগ।’

পরে প্রিয়াঙ্কা বাংলাদেশে হিন্দুদের দুর্দশার চিত্র তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, তাঁর ব্যাগ নিয়ে তর্ক করার বদলে মোদি সরকার বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর হওয়া অত্যাচার বন্ধ করতে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের বলুন, বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে কিছু করুক, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক, আর এসব বাজে কথা বলার দরকার নেই।’

এর আগে প্রিয়াঙ্কা লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের—হিন্দু ও খ্রিষ্টান—ওপর যে অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে সরকারের আওয়াজ তোলা উচিত। বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনার ব্যবস্থা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের পূর্ণ সহায়তা দেওয়া উচিত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত