অনলাইন ডেস্ক
ছয় মাস কারাবন্দী থাকার পর জামিনে বের হয়েই বড় ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ রোববার দুপুরে দলীয় সম্মেলনে নিজেই এ ঘোষণা দেন কেজরিওয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নির্বাচনে জেতার আগে স্বপদে আর ফিরতে চান না তিনি। এ ছাড়া দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন কেজরিওয়াল।
দিল্লিতে একটি দলীয় সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘দুই দিন পরেই আমি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত আমি আর ওই চেয়ারে বসব না। দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার চাই। শুধু জনগণ চাইলেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’
তিনি আরও বলেন, ‘আমি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করতে চাই, কেজরিওয়াল নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি, তবে আমাকে ভোট দিন।’
কেজরিওয়াল পদত্যাগ করার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাই করতে আগামী দুই দিনের মধ্যে আম আদমি পার্টির বিধায়কদের একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় আম আদমি পার্টির কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। পরবর্তী সময় এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে বলেও জানান তিনি।
এই সময় আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে কেজরিওয়াল আরও দাবি করেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত দিল্লির নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচনের সঙ্গে নভেম্বরেই অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেওয়া ভাষণে কেজরিওয়াল নরেন্দ্র মোদি সরকারকে ব্রিটিশদের চেয়েও স্বৈরাচারী বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি গণতন্ত্র বাঁচাতে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করিনি। তাঁরা (কর্নাটকের মুখ্যমন্ত্রী) সিদ্দারামাইয়া, (কেরালার মুখ্যমন্ত্রী) পিনারাই বিজয়ন, (বাংলার মুখ্যমন্ত্রী) মমতা দিদির (ব্যানার্জি) বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমি অ-বিজেপির কাছে আবেদন করতে চাই, তাঁরা আপনার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করলে পদত্যাগ করবেন না। এটি তাঁদের নতুন খেলা।’
এদিকে কেজরিওয়ালের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটির নেতা হরিশ খুরানা কেজরিওয়ালের পদক্ষেপকে ‘নাটক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কেজরিওয়াল কেন ৪৮ ঘণ্টা অপেক্ষা করছেন? তার আজই পদত্যাগ করা উচিত। অতীতেও তিনি এমন করেছেন।’
কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেছেন, ‘কেজরিওয়াল যদি বন্যা ও পানীয় জলের সংকটের সময় পদত্যাগ করতেন, তাহলে ভালো হতো। আশা করি, দিল্লি দ্রুত এমন একজন মুখ্যমন্ত্রী পাবে যিনি নিজের অফিসে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন।’
বিজেপি নির্বাচনের জন্য প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে খুরানা বলেন, ‘আমরা যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আজ হোক বা কাল, আমরা দিল্লিতে ২৫ বছর পর ক্ষমতায় ফিরব।’
আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। তবে সেই মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার পর সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল।
অবশেষে ছয় মাস কারাবন্দী থাকার পর গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। মুক্তি পেয়েই আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন।
ছয় মাস কারাবন্দী থাকার পর জামিনে বের হয়েই বড় ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ রোববার দুপুরে দলীয় সম্মেলনে নিজেই এ ঘোষণা দেন কেজরিওয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নির্বাচনে জেতার আগে স্বপদে আর ফিরতে চান না তিনি। এ ছাড়া দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন কেজরিওয়াল।
দিল্লিতে একটি দলীয় সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘দুই দিন পরেই আমি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত আমি আর ওই চেয়ারে বসব না। দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার চাই। শুধু জনগণ চাইলেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’
তিনি আরও বলেন, ‘আমি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করতে চাই, কেজরিওয়াল নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি, তবে আমাকে ভোট দিন।’
কেজরিওয়াল পদত্যাগ করার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাই করতে আগামী দুই দিনের মধ্যে আম আদমি পার্টির বিধায়কদের একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় আম আদমি পার্টির কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। পরবর্তী সময় এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে বলেও জানান তিনি।
এই সময় আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে কেজরিওয়াল আরও দাবি করেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত দিল্লির নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচনের সঙ্গে নভেম্বরেই অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেওয়া ভাষণে কেজরিওয়াল নরেন্দ্র মোদি সরকারকে ব্রিটিশদের চেয়েও স্বৈরাচারী বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি গণতন্ত্র বাঁচাতে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করিনি। তাঁরা (কর্নাটকের মুখ্যমন্ত্রী) সিদ্দারামাইয়া, (কেরালার মুখ্যমন্ত্রী) পিনারাই বিজয়ন, (বাংলার মুখ্যমন্ত্রী) মমতা দিদির (ব্যানার্জি) বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমি অ-বিজেপির কাছে আবেদন করতে চাই, তাঁরা আপনার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করলে পদত্যাগ করবেন না। এটি তাঁদের নতুন খেলা।’
এদিকে কেজরিওয়ালের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটির নেতা হরিশ খুরানা কেজরিওয়ালের পদক্ষেপকে ‘নাটক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কেজরিওয়াল কেন ৪৮ ঘণ্টা অপেক্ষা করছেন? তার আজই পদত্যাগ করা উচিত। অতীতেও তিনি এমন করেছেন।’
কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেছেন, ‘কেজরিওয়াল যদি বন্যা ও পানীয় জলের সংকটের সময় পদত্যাগ করতেন, তাহলে ভালো হতো। আশা করি, দিল্লি দ্রুত এমন একজন মুখ্যমন্ত্রী পাবে যিনি নিজের অফিসে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন।’
বিজেপি নির্বাচনের জন্য প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে খুরানা বলেন, ‘আমরা যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আজ হোক বা কাল, আমরা দিল্লিতে ২৫ বছর পর ক্ষমতায় ফিরব।’
আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। তবে সেই মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার পর সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল।
অবশেষে ছয় মাস কারাবন্দী থাকার পর গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। মুক্তি পেয়েই আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার রাফাহ থেকে ফিলাডেলফি করিডরের দিকে তাদের অবস্থান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হামাসের বরাত দিয়ে বেশ কয়েকটি স্থানীয় জানায় গণমাধ্যম রোববার ভোরে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে...
২৪ মিনিট আগেনাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
২৭ মিনিট আগেবলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামী মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই দেশটির ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর মিত্রদের দাবিকৃত ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ..
২ ঘণ্টা আগে