ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সর্বশেষ একটি সেবাসদনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ রোববার সচিবালয় নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, তবে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত বিধিনিষেধের মধ্যে রয়েছে:
সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। লোকাল ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী তবে স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। কারফিউয়ের সময় শুধু জরুরি পরিষেবা চলবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। সব সরকারি, বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ হাজিরা। ধারণক্ষমতার ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। সুইমিং পুল, সেলুন, বিউটি পারলার, জিম বন্ধ থাকবে। সব পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কলকাতায় ব্রিটেন থেকে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারবে না। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সর্বশেষ একটি সেবাসদনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ রোববার সচিবালয় নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, তবে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত বিধিনিষেধের মধ্যে রয়েছে:
সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। লোকাল ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী তবে স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। কারফিউয়ের সময় শুধু জরুরি পরিষেবা চলবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। সব সরকারি, বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ হাজিরা। ধারণক্ষমতার ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। সুইমিং পুল, সেলুন, বিউটি পারলার, জিম বন্ধ থাকবে। সব পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কলকাতায় ব্রিটেন থেকে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারবে না। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
৭ মিনিট আগেমেক্সিকোর ঐতিহ্যবাহী কুইনসেনিয়েরা পোশাক এখন চীন থেকে আমদানি করা পোশাকের দখলে চলে যাচ্ছে। সস্তায় আমদানি ও স্থানীয় বাজারে কম দামের কারণে মেক্সিকোর প্রায় ৫০০ কোটি ডলারের ঐতিহ্যবাহী পোশাকশিল্প ধসে পড়েছে। চাকরি হারাচ্ছেন হাজার হাজার শ্রমিক।
১২ মিনিট আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, সমতা নিশ্চিতের জন্য তৈরি করা ব্রিটিশ আইনে ‘নারী’ তারাই যাদের ‘জৈবিক লিঙ্গ নারী’ অর্থাৎ যারা শারীরিকভাবে নারী। তবে আদালত বলেছেন, এই রায়ে ট্রান্সজেন্ডাররা কোনো সমস্যায় পড়বেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে