অনলাইন ডেস্ক
নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) তিনবারের সংসদ সদস্য কিঞ্জারাপু রামমোহন নাইডু। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরে বলা হয়েছে, মোদির মন্ত্রিসভায় দুটি প্রতিমন্ত্রীর পদ ছাড়াও টিডিপি একটি ক্যাবিনেট মন্ত্রীর পদ পাওয়ার আশা করছে। যদিও দলটি চারটি পদের জন্য আবেদন করেছে—দুটি মন্ত্রিসভা এবং দুটি এমওএস পদ। নাম প্রকাশ না করার শর্তে দলের এক নেতা বলেন, দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কিঞ্জারাপু ইয়েরান নাইডুর মৃত্যুর পর তাঁর ছেলে রামমোহন নাইডু ২০১২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। কিঞ্জারাপু ইয়েরান নাইডু ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এইচডি দেবগৌড়া এবং আই কে গুজরালের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টিডিপি নেতা আরও বলেন, ‘প্রকৌশলে স্নাতক এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর রামমোহন নাইডুর অসাধারণ বাগ্মী দক্ষতা রয়েছে। চন্দ্রবাবু নাইডু তাকে (রামমোহন) মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য সুপারিশ করবেন।’
টিডিপির আরও দুই নেতা জায়গা পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে। তাঁরা হলেন গুন্টুর থেকে পেমমাসানি চন্দ্রশেখর এবং নেলোরের ভেমিরেডি প্রভাকর রেড্ডি।
টিডিপির সেই নেতা বলেন, এনআরআই বিনিয়োগকারীদের সঙ্গে দারুণ সংযোগ রয়েছে চন্দ্রশেখরের। অন্যদিকে, প্রভাকর রেড্ডি করপোরেট সার্কেলে একজন প্রভাবশালী ব্যক্তি। তারা রাজ্যে বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবেন।
মন্ত্রিসভায় টিডিপি চতুর্থ স্থান পেলে চন্দ্রবাবু নাইডু তফসিলি জাতি সম্প্রদায়ের একজন এমপির নাম প্রস্তাব করতে পারেন। সেখানে চিতোরের ডি প্রসাদা রাও কিংবা বাপাতলার টি কৃষ্ণ প্রসাদের নাম আসতে পারে।
টিডিপি নেতা বলেছিলেন যে, বিজেপি টিডিপিকে ডেপুটি স্পিকার পদ দিতে রাজি হলে চন্দ্রবাবু নাইডু আমলাপুরার জিএম হরিশ বালযোগীর নাম সুপারিশ করতে পারেন। হরিশ বালযোগী লোকসভার প্রাক্তন স্পিকার জিএমসি বালযোগীর ছেলে। অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বাধীন সরকারের প্রথম বছরগুলোতে স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন জিএমসি বালযোগী।
মাছলিপত্তনম থেকে জনসেনা পার্টির (জেএসপি) বল্লভনেনি বালা শোরিকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন মোদি। টিডিপি নেতা বলেন, অন্ধ্র প্রদেশের বিজেপি সাংসদদের মধ্যে দলের রাজ্য ইউনিটের সভাপতি ডাজ্ঞুবাতি পুরন্দেশ্বরী সুযোগ পেতে পারেন।
নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) তিনবারের সংসদ সদস্য কিঞ্জারাপু রামমোহন নাইডু। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরে বলা হয়েছে, মোদির মন্ত্রিসভায় দুটি প্রতিমন্ত্রীর পদ ছাড়াও টিডিপি একটি ক্যাবিনেট মন্ত্রীর পদ পাওয়ার আশা করছে। যদিও দলটি চারটি পদের জন্য আবেদন করেছে—দুটি মন্ত্রিসভা এবং দুটি এমওএস পদ। নাম প্রকাশ না করার শর্তে দলের এক নেতা বলেন, দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কিঞ্জারাপু ইয়েরান নাইডুর মৃত্যুর পর তাঁর ছেলে রামমোহন নাইডু ২০১২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। কিঞ্জারাপু ইয়েরান নাইডু ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এইচডি দেবগৌড়া এবং আই কে গুজরালের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টিডিপি নেতা আরও বলেন, ‘প্রকৌশলে স্নাতক এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর রামমোহন নাইডুর অসাধারণ বাগ্মী দক্ষতা রয়েছে। চন্দ্রবাবু নাইডু তাকে (রামমোহন) মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য সুপারিশ করবেন।’
টিডিপির আরও দুই নেতা জায়গা পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে। তাঁরা হলেন গুন্টুর থেকে পেমমাসানি চন্দ্রশেখর এবং নেলোরের ভেমিরেডি প্রভাকর রেড্ডি।
টিডিপির সেই নেতা বলেন, এনআরআই বিনিয়োগকারীদের সঙ্গে দারুণ সংযোগ রয়েছে চন্দ্রশেখরের। অন্যদিকে, প্রভাকর রেড্ডি করপোরেট সার্কেলে একজন প্রভাবশালী ব্যক্তি। তারা রাজ্যে বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবেন।
মন্ত্রিসভায় টিডিপি চতুর্থ স্থান পেলে চন্দ্রবাবু নাইডু তফসিলি জাতি সম্প্রদায়ের একজন এমপির নাম প্রস্তাব করতে পারেন। সেখানে চিতোরের ডি প্রসাদা রাও কিংবা বাপাতলার টি কৃষ্ণ প্রসাদের নাম আসতে পারে।
টিডিপি নেতা বলেছিলেন যে, বিজেপি টিডিপিকে ডেপুটি স্পিকার পদ দিতে রাজি হলে চন্দ্রবাবু নাইডু আমলাপুরার জিএম হরিশ বালযোগীর নাম সুপারিশ করতে পারেন। হরিশ বালযোগী লোকসভার প্রাক্তন স্পিকার জিএমসি বালযোগীর ছেলে। অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বাধীন সরকারের প্রথম বছরগুলোতে স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন জিএমসি বালযোগী।
মাছলিপত্তনম থেকে জনসেনা পার্টির (জেএসপি) বল্লভনেনি বালা শোরিকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন মোদি। টিডিপি নেতা বলেন, অন্ধ্র প্রদেশের বিজেপি সাংসদদের মধ্যে দলের রাজ্য ইউনিটের সভাপতি ডাজ্ঞুবাতি পুরন্দেশ্বরী সুযোগ পেতে পারেন।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
২ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
২ ঘণ্টা আগে