অনলাইন ডেস্ক
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় শীর্ষে উঠেছে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের পর এ দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ প্রতিবেশী দেশটি ভ্রমণ করেছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয় ছয় মাসের পর্যটনের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ২১ দশমিক ৫৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৭ দশমিক ৫৬ শতাংশ পর্যটক।
এই ছয় মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।
গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম।
গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া পর্যটকের সংখ্যার শীর্ষ তালিকার অন্য দেশগুলো হল— যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় শীর্ষে উঠেছে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের পর এ দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ প্রতিবেশী দেশটি ভ্রমণ করেছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয় ছয় মাসের পর্যটনের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ২১ দশমিক ৫৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৭ দশমিক ৫৬ শতাংশ পর্যটক।
এই ছয় মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।
গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম।
গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া পর্যটকের সংখ্যার শীর্ষ তালিকার অন্য দেশগুলো হল— যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই ঘটনাকে ‘ওভাল অফিসে জেলেনস্কির ওপর নির্মম তিরস্কার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্প ওই কোকেনসেবী ভাঁড়ের মুখের ওপর সত্যিটা বলে দিয়েছেন যে, কিয়েভ সরকার তৃতীয়...
২ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে গতকাল শনিবার। এর পরপরই নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রমজান মাস ও ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব পর্যন্ত যুদ্ধবিরতি বহালের কথা বলা হয়েছে। ইসরায়েল সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
২ ঘণ্টা আগেমাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
৬ ঘণ্টা আগে