কলকাতা প্রতিনিধি
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রনে নতুন করে বাড়ছে শঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নেতা-মন্ত্রী থেকে শুরু করে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন।
করোনার ডেলটা ও ওমিক্রন ধরন থেকে বাঁচতে মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে কলকাতার অন্তত ৩০টি এলাকা এবং হাওড়ার ৪১টি এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিমান ও রেল চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লকডাউনের আশঙ্কা শুরু হয়েছে বিভিন্নমহলে।
দিল্লিতে এরই মধ্যে প্রতি শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস সূত্রে জানা গেছে, ভারতে এসে যেন কেউ বিপদে না পড়েন এর জন্য পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর ২৪ পরগনাতেই গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫৭ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় ১০ শতাংশ বেড়ে দৈনিক শনাক্তের সংখ্যা ৩৭ হাজারেরও বেশি। পশ্চিমবঙ্গে ছয় হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন।
ভারতের ১২৪ জন মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১৩। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টিকার দুই ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে দুইবার করোনা হয়েছে তাঁর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় বন্ধ। ১৫ থেকে ১৮ বছরের কিশোরদের টিকাকরণ চলছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কলকাতাসহ গোটা রাজ্যে জারি হয়েছে রাত্রিকালীন জরুরি অবস্থা। সরকারি অফিস চলছে অর্ধেক কর্মী নিয়ে। একই চিত্র বেসরকারি অফিসেও। মাস্ক না পরে বাইরে বের হলেই পুলিশি ধর পাকর শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
এদিকে, ভারতে চিকিৎসা করতে এসে বহু মানুষ লকডাউনের আশঙ্কায় ভুগছেন। তাঁদের বিষয়টি প্রতিনিয়ত নজরে রাখছেন কলকাতা উপ-দূতাবাসের আধিকারিকরা। সীমান্ত এখনো খোলা রয়েছে। তবে চিকিৎসা ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যারা ভারতে আসতে চাইছেন তাঁদের অনেককেই উড়োজাহাজে যাতায়াত করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। উড়োজাহাজের ভাড়াও অনেকটা বেড়ে যাওয়ায় বাংলাদেশের যাত্রীরা সমস্যায় পড়েছেন।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান জানান, ভারতে এসে বাংলাদেশি নাগরিকরা যাতে কোনো বিপদে না পড়েন সেই বিষয়টি তাঁরা নিয়মিত লক্ষ্য রাখছেন। তাছাড়া ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া এখনো বাংলাদেশ শুরু করেনি। সেই সঙ্গে দূতাবাস কর্মীদের মধ্যেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলেও তিনি জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্য জানিয়েছেন, লকডাউন তিনি চান না। কারণ লকডাউনের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। তাই বিধিনিষেধ চালু করে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে করোনা আবহাওয়ার মধ্যেই বেশ কয়েকটি শহরের পৌর নির্বাচন হচ্ছে। তাছাড়া শহরের পানশালা (মদের বার) খুলে রেখে পাঠশালা (শিক্ষাপ্রতিষ্ঠান) বন্ধ করার কড়া সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রনে নতুন করে বাড়ছে শঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নেতা-মন্ত্রী থেকে শুরু করে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন।
করোনার ডেলটা ও ওমিক্রন ধরন থেকে বাঁচতে মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে কলকাতার অন্তত ৩০টি এলাকা এবং হাওড়ার ৪১টি এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিমান ও রেল চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লকডাউনের আশঙ্কা শুরু হয়েছে বিভিন্নমহলে।
দিল্লিতে এরই মধ্যে প্রতি শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস সূত্রে জানা গেছে, ভারতে এসে যেন কেউ বিপদে না পড়েন এর জন্য পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর ২৪ পরগনাতেই গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫৭ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় ১০ শতাংশ বেড়ে দৈনিক শনাক্তের সংখ্যা ৩৭ হাজারেরও বেশি। পশ্চিমবঙ্গে ছয় হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন।
ভারতের ১২৪ জন মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১৩। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টিকার দুই ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে দুইবার করোনা হয়েছে তাঁর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় বন্ধ। ১৫ থেকে ১৮ বছরের কিশোরদের টিকাকরণ চলছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কলকাতাসহ গোটা রাজ্যে জারি হয়েছে রাত্রিকালীন জরুরি অবস্থা। সরকারি অফিস চলছে অর্ধেক কর্মী নিয়ে। একই চিত্র বেসরকারি অফিসেও। মাস্ক না পরে বাইরে বের হলেই পুলিশি ধর পাকর শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
এদিকে, ভারতে চিকিৎসা করতে এসে বহু মানুষ লকডাউনের আশঙ্কায় ভুগছেন। তাঁদের বিষয়টি প্রতিনিয়ত নজরে রাখছেন কলকাতা উপ-দূতাবাসের আধিকারিকরা। সীমান্ত এখনো খোলা রয়েছে। তবে চিকিৎসা ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যারা ভারতে আসতে চাইছেন তাঁদের অনেককেই উড়োজাহাজে যাতায়াত করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। উড়োজাহাজের ভাড়াও অনেকটা বেড়ে যাওয়ায় বাংলাদেশের যাত্রীরা সমস্যায় পড়েছেন।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান জানান, ভারতে এসে বাংলাদেশি নাগরিকরা যাতে কোনো বিপদে না পড়েন সেই বিষয়টি তাঁরা নিয়মিত লক্ষ্য রাখছেন। তাছাড়া ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া এখনো বাংলাদেশ শুরু করেনি। সেই সঙ্গে দূতাবাস কর্মীদের মধ্যেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলেও তিনি জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্য জানিয়েছেন, লকডাউন তিনি চান না। কারণ লকডাউনের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। তাই বিধিনিষেধ চালু করে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে করোনা আবহাওয়ার মধ্যেই বেশ কয়েকটি শহরের পৌর নির্বাচন হচ্ছে। তাছাড়া শহরের পানশালা (মদের বার) খুলে রেখে পাঠশালা (শিক্ষাপ্রতিষ্ঠান) বন্ধ করার কড়া সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৩ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৫ ঘণ্টা আগে