ফিচার ডেস্ক
নতুন কোনো জায়গায় ভ্রমণে গেলে ভ্রমণ খরচ কিছুটা কমিয়ে আনার জন্য পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করেন অনেকে। ভ্রমণে গণপরিবহন কতটা আরামদায়ক, এটি নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে টাইম আউট ম্যাগাজিন। তাদের বিশ্বব্যাপী সেরা ১৯টি শহরের তালিকায় স্থান পেয়েছে এশিয়ার ৯টি শহর। এ শহরগুলোর অধিবাসীরা তাঁদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাকে সবচেয়ে ভালো বা চমৎকার বলে উল্লেখ করেছেন। ৫০টির বেশি দেশে ১৮ হাজার ৫০০ জন পরিবহন ব্যবহারকারী এই জরিপে অংশ নিয়েছেন।
হংকংবাসীরা তাঁদের পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে প্রায় ৯৮ শতাংশ নিখুঁত ও আরামদায়ক বলে ভোট দিয়েছেন। ডাবল-ডেকার ট্রাম বাদে হংকংয়ে এমটিআর, বাস ও মিনিবাসের একটি বিস্তৃত এবং কার্যকর নেটওয়ার্ক রয়েছে। এশিয়ার দ্বিতীয় সেরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা ম্যাগলেভ ট্রেন। এ জন্য ৯৪ শতাংশ ভোট নিয়ে সাংহাই শহর আছে দ্বিতীয় অবস্থানে। এই শহরে বিমানবন্দর থেকে মাত্র ৮ মিনিটে লংইয়াং রোড মেট্রো স্টেশনে পৌঁছে দেয় ম্যাগলেভ ট্রেন। সেখানে ২০টি মেট্রো লাইন, প্রায় ২ হাজার বাসরুট এবং একটি ফেরি নেটওয়ার্ক রয়েছে।
এই তালিকায় তৃতীয় স্থানে আছে বেইজিং। এটি ৯১ শতাংশ ভোট পেয়েছে স্থানীয়দের কাছে। শহরটিকে ‘সাইকেল কিংডম’ নামে ডাকা হয়। বিভিন্ন বাইক শেয়ারিং অ্যাপের মাধ্যমে পাসপোর্ট ও লোকাল সিমে ঘুরে দেখা যায় বেইজিং।
৯ শহরের তালিকা
নতুন কোনো জায়গায় ভ্রমণে গেলে ভ্রমণ খরচ কিছুটা কমিয়ে আনার জন্য পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করেন অনেকে। ভ্রমণে গণপরিবহন কতটা আরামদায়ক, এটি নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে টাইম আউট ম্যাগাজিন। তাদের বিশ্বব্যাপী সেরা ১৯টি শহরের তালিকায় স্থান পেয়েছে এশিয়ার ৯টি শহর। এ শহরগুলোর অধিবাসীরা তাঁদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাকে সবচেয়ে ভালো বা চমৎকার বলে উল্লেখ করেছেন। ৫০টির বেশি দেশে ১৮ হাজার ৫০০ জন পরিবহন ব্যবহারকারী এই জরিপে অংশ নিয়েছেন।
হংকংবাসীরা তাঁদের পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে প্রায় ৯৮ শতাংশ নিখুঁত ও আরামদায়ক বলে ভোট দিয়েছেন। ডাবল-ডেকার ট্রাম বাদে হংকংয়ে এমটিআর, বাস ও মিনিবাসের একটি বিস্তৃত এবং কার্যকর নেটওয়ার্ক রয়েছে। এশিয়ার দ্বিতীয় সেরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা ম্যাগলেভ ট্রেন। এ জন্য ৯৪ শতাংশ ভোট নিয়ে সাংহাই শহর আছে দ্বিতীয় অবস্থানে। এই শহরে বিমানবন্দর থেকে মাত্র ৮ মিনিটে লংইয়াং রোড মেট্রো স্টেশনে পৌঁছে দেয় ম্যাগলেভ ট্রেন। সেখানে ২০টি মেট্রো লাইন, প্রায় ২ হাজার বাসরুট এবং একটি ফেরি নেটওয়ার্ক রয়েছে।
এই তালিকায় তৃতীয় স্থানে আছে বেইজিং। এটি ৯১ শতাংশ ভোট পেয়েছে স্থানীয়দের কাছে। শহরটিকে ‘সাইকেল কিংডম’ নামে ডাকা হয়। বিভিন্ন বাইক শেয়ারিং অ্যাপের মাধ্যমে পাসপোর্ট ও লোকাল সিমে ঘুরে দেখা যায় বেইজিং।
৯ শহরের তালিকা
চলছে চেরি ব্লসম বা সাকুরা ঋতু। চেরি ফুলের জাপানিজ নাম সাকুরা। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত ফোটে এই ফুল। জাপানের সংস্কৃতিতে তো বটেই, পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে প্রভাবিত করেছে এই চেরি ব্লসম।
১ দিন আগেঅফিসের ইনক্রিমেন্ট হচ্ছে না, বাড়ছে বাড়িভাড়া, সন্তানের স্কুল খরচ। প্রতি রাতে দুশ্চিন্তায় ঘুমাতে দেরি হয়ে যায় বেসরকারি চাকরিজীবী শারমিন আহমেদের। সকালে সারা দিনের রান্না শেষে স্বামী-সন্তানসহ তৈরি হয়ে বের হওয়ার এক কর্মযজ্ঞ চলে। ঠিকমতো আয়নায় নিজেকে দেখার সুযোগ মেলে না।
১ দিন আগেঈদুল ফিতর চলে গেলেও কিন্তু উৎসবের ভাইব রয়ে গেছে। কারণ আর কিছুই নয়, কয়েক দিন পরই বাংলা নববর্ষ। বাংলা সনের প্রথম দিন মানেই সেজেগুজে ঘুরে বেড়ানো আর খাওয়াদাওয়া। পয়লা বৈশাখে কী পোশাক পরা হবে, তা নিয়ে জল্পনাকল্পনা এরই মধ্যে শুরু হয়ে গেছে।
২ দিন আগেআর কদিন পর পয়লা বৈশাখ। প্রচণ্ড গরম থাকলেও সাজগোজ তো খানিকটা করবেনই। কিন্তু মেকআপ করলেই সুন্দর দেখায় না। এর জন্য ত্বক প্রস্তুত করা চাই। চোখের নিচে কালো দাগ, ত্বকে কালো ছোপ, ব্রণ না কমলে সুন্দর পোশাক বা দামি মেকআপেও ভালো দেখাবে না।
২ দিন আগে