সানজিদা সামরিন
ঢাকা: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে, ধুলো ওড়া রোদের তাণ্ডবে ঝিমিয়ে পড়া প্রকৃতির ক্লান্তি যেন কেটে গেল এবার। মলিনতা কাটিয়ে গাছের সবুজ পাতা মুখ বাড়িয়েছে আড়মোড়া ভেঙে। বাতাসে সোঁদা মাটির সুবাস। কদম গাছের কচি পাতা আর সবুজ ঘাসে মিলছে বৃষ্টিভেজা বাতাস। সুবাস তো বইবেই!
বর্ষার আগমনী নিয়ে মেঘ ভেঙে নামল ঝিরিঝিরি বৃষ্টি–হ্যাঁ আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে গেছে মেঘে। প্রকৃতিতে আজ প্রাণের স্পন্দন।
আজ পয়লা আষাঢ়, ১৪২৮। বর্ষা মৌসুমের প্রথম দিন। বৃষ্টিজলের শীতল ছোঁয়ায় প্রকৃতির গায়ে যেন লাগে শিহরণ। এলোপাতাড়ি বাতাসও ছন্দ তুলে নাচতে থাকে এ সময়। ছন্দে তাল মেলায় ফুলের সুবাস। প্রকৃতিতে বর্ষা ঋতুর আগমন মানেই বাতাস মাতোয়ারা কদম, কামিনী আর বকুলের সৌরভে। বৃষ্টির সতেজ ছোঁয়ায় প্রকৃতি সেজে ওঠে আরও নানা বাহারি ফুলের সাজে। নদী, খাল ও পুকুরে ভাসে শাপলা আর কচুরিপানার ভেলা।
বর্ষা শুধু একটি ঋতুই নয়, এ যেন ভালোবাসার মৌসুম। প্রতীক্ষার অবসান আর অনিবার প্রশান্তি। এমন এক বৃষ্টিঝরা দিনই পারে পুরোনোকে সতেজ করে তুলতে।
ঢাকা: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে, ধুলো ওড়া রোদের তাণ্ডবে ঝিমিয়ে পড়া প্রকৃতির ক্লান্তি যেন কেটে গেল এবার। মলিনতা কাটিয়ে গাছের সবুজ পাতা মুখ বাড়িয়েছে আড়মোড়া ভেঙে। বাতাসে সোঁদা মাটির সুবাস। কদম গাছের কচি পাতা আর সবুজ ঘাসে মিলছে বৃষ্টিভেজা বাতাস। সুবাস তো বইবেই!
বর্ষার আগমনী নিয়ে মেঘ ভেঙে নামল ঝিরিঝিরি বৃষ্টি–হ্যাঁ আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে গেছে মেঘে। প্রকৃতিতে আজ প্রাণের স্পন্দন।
আজ পয়লা আষাঢ়, ১৪২৮। বর্ষা মৌসুমের প্রথম দিন। বৃষ্টিজলের শীতল ছোঁয়ায় প্রকৃতির গায়ে যেন লাগে শিহরণ। এলোপাতাড়ি বাতাসও ছন্দ তুলে নাচতে থাকে এ সময়। ছন্দে তাল মেলায় ফুলের সুবাস। প্রকৃতিতে বর্ষা ঋতুর আগমন মানেই বাতাস মাতোয়ারা কদম, কামিনী আর বকুলের সৌরভে। বৃষ্টির সতেজ ছোঁয়ায় প্রকৃতি সেজে ওঠে আরও নানা বাহারি ফুলের সাজে। নদী, খাল ও পুকুরে ভাসে শাপলা আর কচুরিপানার ভেলা।
বর্ষা শুধু একটি ঋতুই নয়, এ যেন ভালোবাসার মৌসুম। প্রতীক্ষার অবসান আর অনিবার প্রশান্তি। এমন এক বৃষ্টিঝরা দিনই পারে পুরোনোকে সতেজ করে তুলতে।
চলছে চেরি ব্লসম বা সাকুরা ঋতু। চেরি ফুলের জাপানিজ নাম সাকুরা। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত ফোটে এই ফুল। জাপানের সংস্কৃতিতে তো বটেই, পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে প্রভাবিত করেছে এই চেরি ব্লসম।
১ দিন আগেঅফিসের ইনক্রিমেন্ট হচ্ছে না, বাড়ছে বাড়িভাড়া, সন্তানের স্কুল খরচ। প্রতি রাতে দুশ্চিন্তায় ঘুমাতে দেরি হয়ে যায় বেসরকারি চাকরিজীবী শারমিন আহমেদের। সকালে সারা দিনের রান্না শেষে স্বামী-সন্তানসহ তৈরি হয়ে বের হওয়ার এক কর্মযজ্ঞ চলে। ঠিকমতো আয়নায় নিজেকে দেখার সুযোগ মেলে না।
১ দিন আগেঈদুল ফিতর চলে গেলেও কিন্তু উৎসবের ভাইব রয়ে গেছে। কারণ আর কিছুই নয়, কয়েক দিন পরই বাংলা নববর্ষ। বাংলা সনের প্রথম দিন মানেই সেজেগুজে ঘুরে বেড়ানো আর খাওয়াদাওয়া। পয়লা বৈশাখে কী পোশাক পরা হবে, তা নিয়ে জল্পনাকল্পনা এরই মধ্যে শুরু হয়ে গেছে।
২ দিন আগেআর কদিন পর পয়লা বৈশাখ। প্রচণ্ড গরম থাকলেও সাজগোজ তো খানিকটা করবেনই। কিন্তু মেকআপ করলেই সুন্দর দেখায় না। এর জন্য ত্বক প্রস্তুত করা চাই। চোখের নিচে কালো দাগ, ত্বকে কালো ছোপ, ব্রণ না কমলে সুন্দর পোশাক বা দামি মেকআপেও ভালো দেখাবে না।
২ দিন আগে