আজ থেকেই বৃষ্টির মৌসুম…

সানজিদা সামরিন
আপডেট : ১৫ জুন ২০২১, ১৬: ০৮
Thumbnail image

ঢাকা: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে, ধুলো ওড়া রোদের তাণ্ডবে ঝিমিয়ে পড়া প্রকৃতির ক্লান্তি যেন কেটে গেল এবার। মলিনতা কাটিয়ে গাছের সবুজ পাতা মুখ বাড়িয়েছে আড়মোড়া ভেঙে। বাতাসে সোঁদা মাটির সুবাস। কদম গাছের কচি পাতা আর সবুজ ঘাসে মিলছে বৃষ্টিভেজা বাতাস। সুবাস তো বইবেই!

বর্ষার আগমনী নিয়ে মেঘ ভেঙে নামল ঝিরিঝিরি বৃষ্টি–হ্যাঁ আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে গেছে মেঘে। প্রকৃতিতে আজ প্রাণের স্পন্দন।

আজ পয়লা আষাঢ়, ১৪২৮। বর্ষা মৌসুমের প্রথম দিন। বৃষ্টিজলের শীতল ছোঁয়ায় প্রকৃতির গায়ে যেন লাগে শিহরণ। এলোপাতাড়ি বাতাসও ছন্দ তুলে নাচতে থাকে এ সময়। ছন্দে তাল মেলায় ফুলের সুবাস। প্রকৃতিতে বর্ষা ঋতুর আগমন মানেই বাতাস মাতোয়ারা কদম, কামিনী আর বকুলের সৌরভে। বৃষ্টির সতেজ ছোঁয়ায় প্রকৃতি সেজে ওঠে আরও নানা বাহারি ফুলের সাজে। নদী, খাল ও পুকুরে ভাসে শাপলা আর কচুরিপানার ভেলা।

বর্ষা শুধু একটি ঋতুই নয়, এ যেন ভালোবাসার মৌসুম। প্রতীক্ষার অবসান আর অনিবার প্রশান্তি। এমন এক বৃষ্টিঝরা দিনই পারে পুরোনোকে সতেজ করে তুলতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত