ঋতুতে বদল আসুক ত্বকের যত্নে

সুমাইয়া রহমান
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭: ৪৪
Thumbnail image

সময় ঘুরে এসেছে হেমন্ত। ঋতুর সঙ্গে বদলে গেছে আবহাওয়া। ফলে বদল আনতে হবে ত্বকের যত্নেও। কিছু সাধারণ অভ্যাস আছে, যেগুলো ঋতুর মেজাজ বুঝে ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। তাই বদলে যাওয়া আবহাওয়ায় নিস্তেজ বা শুষ্ক ত্বকের জন্য নিদে হবে আলাদা যত্ন।

সুস্থ-সুন্দর ত্বকের জন্য অ্যালোভেরা 
অ্যালোভেরার আছে ত্বক সজীব করার বৈশিষ্ট্য। পাশাপাশি এটি নতুন কোষের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। এটি ত্বকের ছিদ্রগুলোকে আটকে না দিয়ে বরং প্রশান্তি দেয় এবং ময়শ্চারাইজার করে। প্রতিদিন মুখ ধোয়ার পর অ্যালোভেরার নির্যাস ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা আনা সম্ভব। তবে হ্যাঁ, এটি থেকে কারও কারও অ্যালার্জি হতে পারে। তাই প্রথমে এর নির্যাস হাতে অল্প পরিমাণে ঘষে পরীক্ষা করে নেওয়া ভালো। হাতে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ত্বকে কোনো ধরনের প্রতিক্রিয়া না হলে এটি ব্যবহার করা নিরাপদ।

মসৃণ ত্বকের জন্য নারকেল তেল 
এতে প্রদাহরোধী বৈশিষ্ট্য এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। নারকেল তেল ব্যবহারে ত্বকের রক্তসঞ্চালন ভালো হয়। তা ছাড়া ত্বকের প্রোটিন কোলাজেন উৎপাদনেও নারকেল তেল কার্যকরী। ফলে ত্বক টানটান হয় সহজে। কিন্তু সব ধরনের ত্বকে এবং দেহের অন্যান্য অংশে নারকেল তেলের ব্যবহার ভালো ফল না-ও আনতে পারে। এটি থেকেও অ্যালার্জি হওয়ার আশঙ্কা আছে। তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নিতে হবে।

সঠিকভাবে ময়শ্চারাইজিং
ত্বকে এমন পণ্য দিয়ে ময়শ্চারাইজার করতে হবে, যা এর আর্দ্রতাকে আটকে রাখতে পারে। যে ময়শ্চারাইজারের মধ্যে ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় করার মতো অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। শুষ্ক আবহাওয়ায় মুখ তৈলাক্ত হয়ে থাকবে, এটা ভেবে ময়শ্চারাইজার এড়িয়ে যাওয়া ঠিক নয়। প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে তারপর ত্বকে ময়শ্চারাইজার প্রয়োগ করতে হবে। এটি ত্বকে মসৃণ রাখবে।

নিয়ম মেনে পরিষ্কার করা
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের বারবার মুখ ধোয়ার প্রবণতা আছে। তবে ঘন ঘন মুখ ধোয়া ভালো অভ্যাস নয়। এতে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। এমনকি ত্বকের মধ্যে থাকা পোর বা ছিদ্রগুলোর জন্যও এটি অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ম মেনে সঠিকভাবে ত্বক পরিষ্কার করতে হবে। তাতে তৈলাক্ত হলেও ত্বক বারবার না ধুয়ে ভালো রাখা সম্ভব। সারা দিনে তিনবার ত্বক পরিষ্কার করা ভালো। সকালে ওঠার পরে, দিনের যেকোনো সময় ঘাম ঝরানোর পর এবং শোয়ার আগে ত্বক পরিষ্কার করার চেষ্টা করতে হবে। এই তিনবার গোসল করেও নিতে পারেন।  

পর্যাপ্ত পানি ও শাকসবজি
ত্বক এমন কোষ দিয়ে তৈরি, যেগুলো ভালোভাবে কাজ করার জন্য পানি প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করলে ত্বক ভালো রাখা সম্ভব। ত্বকের পুষ্টির জন্য ফলমূল ও শাকসবজি খেতে হবে। কারণ, এগুলো শরীরে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের ভারসাম্য রক্ষা করে।

প্রতিদিন সানস্ক্রিন
১৫ বা তার বেশি এসপিএফ থাকা সানস্ক্রিন ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে পারে। এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে বাধা দেয়। রোজ সকালে অথবা দিনের যেকোনো সময় বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন অথবা সানস্ক্রিন উপাদানযুক্ত পণ্য ত্বকে মেখে নিন। এমনকি যখন বৃষ্টি হচ্ছে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তখনো বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত