প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
জলাতঙ্ক একটি ভাইরাল রোগ, যা মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দেখা যায়। এটিকে ঐতিহাসিকভাবে হাইড্রোফোবিয়া (পানির ভয়) হিসেবে উল্লেখ করা হয়। কারণ আক্রান্ত মানুষের মধ্যে পানি নিয়ে আতঙ্ক থাকে।
পশুর কামড় নিয়ে সব সময়ই মানুষের মধ্যে ভয় ছিল। খ্রিষ্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে মেসোপটেমিয়ায় ‘কুকুরের মন্ত্র’ নামে পরিচিত বিভিন্ন মন্ত্র পাথরে খোদাই করা হতো। এসব মন্ত্রে কুকুরের লালা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছে, এটি বিষের মতো কাজ করে। কারণ কুকুর কামড় দিলে মানুষের মৃত্যু হতো। এই জলাতঙ্কের কারণেই এই মৃত্যু হতো। রোগটি বিশ্বব্যাপী হুমকি হিসেবে পরিচিত ছিল। প্রতিবছর বিশ্বব্যাপী ৫৮ হাজার মানুষ মারা যেত।
জলাতঙ্কের জন্য কুকুরের লালার মধ্যে থাকে র্যাবিস ভাইরাস (আরএবিভি)। এটি একটি সংক্রামক ভাইরাস, যা রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) ও প্রোটিন নিয়ে গঠিত। র্যাবিসকে লাইসা ভাইরাস হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। লাইসা ভাইরাস হলো—সাতটি নিউরোট্রপিক (স্নায়ুতন্ত্রে রোগ সৃষ্টিকারী ভাইরাস) প্রজাতির ভাইরাসের একটি শ্রেণি, যা তাদের জেনেটিক উপাদান হিসেবে আরএনএ বহন করে। নিউরোট্রপিক ভাইরাস হিসেবে আরএবিভি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংক্রমিত করে।
কুকুর কামড়ানোর পর র্যাবিস ভাইরাস কিছুদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহে এক থেকে তিন মাস কোনো লক্ষণ দেখা যায় না। এর পরে জ্বর আসে এবং কামড় বা আঁচড়ের জায়গায় অস্বস্তি বা ব্যথা অনুভূত হয়।
জলাতঙ্কের সবচেয়ে অস্বস্তিকর লক্ষণগুলো অসুস্থতার দুই থেকে তিন দিনব্যাপী তীব্র পর্যায়ে থাকে। রোগীরা বাতাস ও পানিকে ভয় পেয়ে কোনো কাজ করতে পারে না। এই লক্ষণ ‘এরোফোবিয়া’ ও ‘হাইড্রোফোবিয়া’ নামে পরিচিত। আক্রান্ত ব্যক্তিরা আসলে এসব উপাদানকে ভয় পায় না বরং তাঁদের মস্তিষ্ক একটি ভ্রম সৃষ্টি করে।
কোনো কিছু গিলে ফেলা ও শ্বাস নেওয়া উভয়ই মস্তিষ্কের নিউরাল সার্কিট (মানুষের মস্তিষ্কের স্নায়ু কোষগুলোর জটিল নেটওয়ার্ক) নিয়ন্ত্রণ করে। একে সেন্ট্রাল প্যাটার্ন জেনারেটর (সিপিজিস) বলা হয়। এগুলো খাবার গেলা ও শ্বাস নেওয়ার ছন্দ বজায় রাখে, দেহকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে দেয় এবং দুটি প্রক্রিয়াকে সমন্বয় করে, যাতে তারা একে অপরের ওপর হস্তক্ষেপ না করে। এ কারণেই শ্বাস নেওয়ার সময় খাবার গেলা প্রায় অসম্ভব মনে হয়।
র্যাবিস ভাইরাস নিউরোট্রপিক হওয়ার কারণে এটি মস্তিষ্কের এমন অঞ্চলকে সংক্রামিত করে, যেখানে সিপিজিগুলো পাওয়া যায়। উদাহরণস্বরূপ, মস্তিষ্কের ‘ব্রেন স্টেম রেসপিরেটরি নিউরন’ ও ‘ডোরসাল রেসপিরেটরি’তে সংক্রমিত হয়। ফলে খাবার গেলার পেশি সংকোচনের সূক্ষ্ম সময় ব্যবধানকে ব্যাহত করে। গলা ও স্বরযন্ত্রের বেদনাদায়ক খিঁচুনি হয়। এ ঘটনাকে ভয়েস বক্স বলে।
এ জন্য খাবার গেলার মতো সহজ কাজ কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে কষ্টদায়ক খিঁচুনি র্যাবিস ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের খাওয়ার পানি বা তরল পান করতে ভয় সৃষ্টি করে। রোগটি তীব্র আকার ধারণ করলে শুধু পানি নিয়ে চিন্তা করলেই রোগীদের পেশিতে যন্ত্রণাদায়ক খিঁচুনি হতে পারে। একই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়, যখন সংক্রমিত ব্যক্তি দমকা বাতাসের সম্মুখীন হয়—একে ‘এ্যারোফোবিয়া’ বলা হয়। একইভাবে র্যাবিস ভাইরাস শ্বাস–প্রশ্বাস নিয়ন্ত্রণকারী সিপিজির ক্ষতি করে। ফলে বাতাসের ক্ষেত্রেও ব্যক্তিরা একইভাবে সাড়া দেয়। বাতাসের কারণে আক্রান্ত ব্যক্তির মধ্যে উত্তেজক খিঁচুনি হয়। মনে হয় যেন ত্বকের মধ্যে আগুন জ্বলছে।
মস্তিষ্কের স্টেম রেসপিরেটরি নিউরোন ও ডোরসাল রেসপিরেটরি উভয় নিউরোনকে কীভাবে র্যাবিস ক্ষতিগ্রস্ত করে, তা নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা রয়েছে। এই ভাইরাসে ফসফোপ্রোটিন রয়েছে। একে ‘আরএবিভি পি’ বলা হয়। এই প্রোটিন ফসফরাস পরমাণু ও তিনটি অক্সিজেন পরমাণুর নেগেটিভ চার্জের রাসায়নিক গ্রুপ যুক্ত হয়ে পরিবর্তিত হয়।
আরএবিভি পি নিউরোনের মধ্যে ধ্বংসযজ্ঞ তৈরি করে। কারণ এটি মাইটোকন্ড্রিয়ার ‘জটিল আই’ প্রোটিনের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এটি অক্সিডেটিভ ফসফোরিলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কুকুরের কামড়ের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লালা থাকলে র্যাবিস ভাইরাস মধ্যে মানুষের দেহে প্রবেশ করতে পারে। হাইড্রোফোবিয়া রোগীদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে বাধা দেয়। জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তি যখন পানি পান করার চেষ্টা করে, তখন প্যারালাইসিস ও পেশির খিঁচুনি হওয়ার কারণে পানি গেলার কাজটি অত্যন্ত কষ্টদায়ক ও কঠিন হয়ে পড়ে। পানি পানের সময় এই কষ্টদায়ক অনুভূতি রোগীর মধ্যে অমূলক ভয় তৈরি করে। এই ভয় এতটাই তীব্র হয়ে উঠতে পারে যে এমনকি পানির দৃশ্য বা শব্দ জলাতঙ্ক রোগীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিতে পারে। মানুষের মুখেও লালার পরিমাণ কমে যায় এবং খাবার গিলতে কষ্ট হয়। সেই সঙ্গে আরএবিভির ঘনত্ব বেড়ে যায়। দেহে এই ভাইরাস সংক্রমণ আরও বেশি ছড়িয়ে পড়ে।
একইভাবে এরোফোবিয়া রোগী যে কোনো মূল্যে বাতাস বা দমকা হাওয়া এড়াতে বাধ্য করে। মুখ শুকিয়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে চায় রোগী। সেই সঙ্গে মুখের লালা উৎপাদনও বাড়াতে চায়। জলাতঙ্কে আক্রান্ত হলে মুখে ফেনাও সৃষ্টি হয়।
অবিলম্বে এই ভাইরাসের টিকা না দিলে র্যাবিস ভাইরাস পুরো দেহে সংক্রমিত হয়। হাইড্রোফোবিয়া ও অ্যারোফোবিয়া দেখা দিলে রোগীর বেঁচে থাকার ক্ষমতা খুবই কম থাকে।
তথ্যসূত্র: দ্য অক্সফোর্ড সায়েন্টিস্ট
জলাতঙ্ক একটি ভাইরাল রোগ, যা মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দেখা যায়। এটিকে ঐতিহাসিকভাবে হাইড্রোফোবিয়া (পানির ভয়) হিসেবে উল্লেখ করা হয়। কারণ আক্রান্ত মানুষের মধ্যে পানি নিয়ে আতঙ্ক থাকে।
পশুর কামড় নিয়ে সব সময়ই মানুষের মধ্যে ভয় ছিল। খ্রিষ্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে মেসোপটেমিয়ায় ‘কুকুরের মন্ত্র’ নামে পরিচিত বিভিন্ন মন্ত্র পাথরে খোদাই করা হতো। এসব মন্ত্রে কুকুরের লালা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছে, এটি বিষের মতো কাজ করে। কারণ কুকুর কামড় দিলে মানুষের মৃত্যু হতো। এই জলাতঙ্কের কারণেই এই মৃত্যু হতো। রোগটি বিশ্বব্যাপী হুমকি হিসেবে পরিচিত ছিল। প্রতিবছর বিশ্বব্যাপী ৫৮ হাজার মানুষ মারা যেত।
জলাতঙ্কের জন্য কুকুরের লালার মধ্যে থাকে র্যাবিস ভাইরাস (আরএবিভি)। এটি একটি সংক্রামক ভাইরাস, যা রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) ও প্রোটিন নিয়ে গঠিত। র্যাবিসকে লাইসা ভাইরাস হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। লাইসা ভাইরাস হলো—সাতটি নিউরোট্রপিক (স্নায়ুতন্ত্রে রোগ সৃষ্টিকারী ভাইরাস) প্রজাতির ভাইরাসের একটি শ্রেণি, যা তাদের জেনেটিক উপাদান হিসেবে আরএনএ বহন করে। নিউরোট্রপিক ভাইরাস হিসেবে আরএবিভি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংক্রমিত করে।
কুকুর কামড়ানোর পর র্যাবিস ভাইরাস কিছুদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহে এক থেকে তিন মাস কোনো লক্ষণ দেখা যায় না। এর পরে জ্বর আসে এবং কামড় বা আঁচড়ের জায়গায় অস্বস্তি বা ব্যথা অনুভূত হয়।
জলাতঙ্কের সবচেয়ে অস্বস্তিকর লক্ষণগুলো অসুস্থতার দুই থেকে তিন দিনব্যাপী তীব্র পর্যায়ে থাকে। রোগীরা বাতাস ও পানিকে ভয় পেয়ে কোনো কাজ করতে পারে না। এই লক্ষণ ‘এরোফোবিয়া’ ও ‘হাইড্রোফোবিয়া’ নামে পরিচিত। আক্রান্ত ব্যক্তিরা আসলে এসব উপাদানকে ভয় পায় না বরং তাঁদের মস্তিষ্ক একটি ভ্রম সৃষ্টি করে।
কোনো কিছু গিলে ফেলা ও শ্বাস নেওয়া উভয়ই মস্তিষ্কের নিউরাল সার্কিট (মানুষের মস্তিষ্কের স্নায়ু কোষগুলোর জটিল নেটওয়ার্ক) নিয়ন্ত্রণ করে। একে সেন্ট্রাল প্যাটার্ন জেনারেটর (সিপিজিস) বলা হয়। এগুলো খাবার গেলা ও শ্বাস নেওয়ার ছন্দ বজায় রাখে, দেহকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে দেয় এবং দুটি প্রক্রিয়াকে সমন্বয় করে, যাতে তারা একে অপরের ওপর হস্তক্ষেপ না করে। এ কারণেই শ্বাস নেওয়ার সময় খাবার গেলা প্রায় অসম্ভব মনে হয়।
র্যাবিস ভাইরাস নিউরোট্রপিক হওয়ার কারণে এটি মস্তিষ্কের এমন অঞ্চলকে সংক্রামিত করে, যেখানে সিপিজিগুলো পাওয়া যায়। উদাহরণস্বরূপ, মস্তিষ্কের ‘ব্রেন স্টেম রেসপিরেটরি নিউরন’ ও ‘ডোরসাল রেসপিরেটরি’তে সংক্রমিত হয়। ফলে খাবার গেলার পেশি সংকোচনের সূক্ষ্ম সময় ব্যবধানকে ব্যাহত করে। গলা ও স্বরযন্ত্রের বেদনাদায়ক খিঁচুনি হয়। এ ঘটনাকে ভয়েস বক্স বলে।
এ জন্য খাবার গেলার মতো সহজ কাজ কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে কষ্টদায়ক খিঁচুনি র্যাবিস ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের খাওয়ার পানি বা তরল পান করতে ভয় সৃষ্টি করে। রোগটি তীব্র আকার ধারণ করলে শুধু পানি নিয়ে চিন্তা করলেই রোগীদের পেশিতে যন্ত্রণাদায়ক খিঁচুনি হতে পারে। একই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়, যখন সংক্রমিত ব্যক্তি দমকা বাতাসের সম্মুখীন হয়—একে ‘এ্যারোফোবিয়া’ বলা হয়। একইভাবে র্যাবিস ভাইরাস শ্বাস–প্রশ্বাস নিয়ন্ত্রণকারী সিপিজির ক্ষতি করে। ফলে বাতাসের ক্ষেত্রেও ব্যক্তিরা একইভাবে সাড়া দেয়। বাতাসের কারণে আক্রান্ত ব্যক্তির মধ্যে উত্তেজক খিঁচুনি হয়। মনে হয় যেন ত্বকের মধ্যে আগুন জ্বলছে।
মস্তিষ্কের স্টেম রেসপিরেটরি নিউরোন ও ডোরসাল রেসপিরেটরি উভয় নিউরোনকে কীভাবে র্যাবিস ক্ষতিগ্রস্ত করে, তা নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা রয়েছে। এই ভাইরাসে ফসফোপ্রোটিন রয়েছে। একে ‘আরএবিভি পি’ বলা হয়। এই প্রোটিন ফসফরাস পরমাণু ও তিনটি অক্সিজেন পরমাণুর নেগেটিভ চার্জের রাসায়নিক গ্রুপ যুক্ত হয়ে পরিবর্তিত হয়।
আরএবিভি পি নিউরোনের মধ্যে ধ্বংসযজ্ঞ তৈরি করে। কারণ এটি মাইটোকন্ড্রিয়ার ‘জটিল আই’ প্রোটিনের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এটি অক্সিডেটিভ ফসফোরিলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কুকুরের কামড়ের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লালা থাকলে র্যাবিস ভাইরাস মধ্যে মানুষের দেহে প্রবেশ করতে পারে। হাইড্রোফোবিয়া রোগীদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে বাধা দেয়। জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তি যখন পানি পান করার চেষ্টা করে, তখন প্যারালাইসিস ও পেশির খিঁচুনি হওয়ার কারণে পানি গেলার কাজটি অত্যন্ত কষ্টদায়ক ও কঠিন হয়ে পড়ে। পানি পানের সময় এই কষ্টদায়ক অনুভূতি রোগীর মধ্যে অমূলক ভয় তৈরি করে। এই ভয় এতটাই তীব্র হয়ে উঠতে পারে যে এমনকি পানির দৃশ্য বা শব্দ জলাতঙ্ক রোগীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিতে পারে। মানুষের মুখেও লালার পরিমাণ কমে যায় এবং খাবার গিলতে কষ্ট হয়। সেই সঙ্গে আরএবিভির ঘনত্ব বেড়ে যায়। দেহে এই ভাইরাস সংক্রমণ আরও বেশি ছড়িয়ে পড়ে।
একইভাবে এরোফোবিয়া রোগী যে কোনো মূল্যে বাতাস বা দমকা হাওয়া এড়াতে বাধ্য করে। মুখ শুকিয়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে চায় রোগী। সেই সঙ্গে মুখের লালা উৎপাদনও বাড়াতে চায়। জলাতঙ্কে আক্রান্ত হলে মুখে ফেনাও সৃষ্টি হয়।
অবিলম্বে এই ভাইরাসের টিকা না দিলে র্যাবিস ভাইরাস পুরো দেহে সংক্রমিত হয়। হাইড্রোফোবিয়া ও অ্যারোফোবিয়া দেখা দিলে রোগীর বেঁচে থাকার ক্ষমতা খুবই কম থাকে।
তথ্যসূত্র: দ্য অক্সফোর্ড সায়েন্টিস্ট
আমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
২ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৮ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৮ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৯ দিন আগে