ইউটিউব শর্টসের ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে তৈরি করা যাবে 

অনলাইন ডেস্ক
Thumbnail image

বিভিন্ন পণ্য ও সেবায় উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে গুগল। এখন ইউটিউব শর্টসেও এআইভিত্তিক ‘ড্রিম স্ক্রিন’ ফিচার যুক্ত করবে এই টেক জায়ান্ট। এর ফলে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবে ক্রিয়েটরার। 
 
ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। ইউটিউবের সাপোর্ট পেজে ফিচারটি সম্পর্কে জানিয়েছে ইউটিউব। ফিচারটি ‘ড্রিম স্ক্রিন’ নামে অভিহিত করছেন ব্যবহারকারীরা। এই ফিচার অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে। ক্রিয়েটররা এসব ব্যাকগ্রাউন্ড শর্টসের ভিডিওয়ের সঙ্গে জুড়ে দিতে পারবে। 

ফিচারটি সম্পর্কে ইউটিউব বলেছে, ‘আপনি যদি আপনার পরবর্তী শর্টসের ব্যাকগ্রাউন্ডে মন্ত্রমুগ্ধ রংধনুসহ ফুলের বন বা একটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে অভিনব হোটেল পুল দেখাতে চান তাহলে টুলটিতে ‘‘অনুমোদিত রংধনু ফুলের বন’’ বা ‘‘ক্রান্তীয় দ্বীপে অভিনব হোটেল পুল’’ টাইপ করুন ও এরপর আপনার কল্পনা জীবন্ত রূপে ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে।’ 

ফিচারটি আপনার ইউটিউব অ্যাকাউন্টে রয়েছে কিনা তা জানতে ইউটিউবের শর্টস ক্রিয়েটরের গ্রিন স্ক্রিন মেনু খুঁজতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য ইংরেজিতে বিভিন্ন নির্দেশনা দিতে হবে। ফিচারটি খুব সহজে ব্যবহার করা যায়। 

টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য শর্টসের ওপর গুরুত্ব দিচ্ছে ইউটিউব। তাই এআইভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করে ক্রিয়েটরদের আকৃষ্ট করার চেষ্টা করছে গুগল। 

তবে ফিচারটি সবার জন্য চালু হবে নাকি তা নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ পরীক্ষামূলক অনেক ফিচার পরবর্তীতে বাদ দেওয়া হয়। 
 
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্র্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে। 

এ ছাড়া ইউটিউব মিউজিকে কাস্টম প্লে লিস্ট তৈরি করার জন্য গত বছর একটি এআই ফিচার যুক্ত করে গুগল। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত