Ajker Patrika

এ কী কাণ্ড!

সম্পাদকীয়
আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৯: ৪৭
এ কী কাণ্ড!

তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। তাঁর কাজ আইন প্রণয়ন করা, নিজ হাতে আইন তুলে নেওয়া নয়। অথচ রাজশাহীর সরকারদলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী একজন

কলেজ অধ্যক্ষকে পিটিয়ে যেভাবে খবরের শিরোনাম হয়েছেন, তা একেবারেই অপ্রত্যাশিত। এভাবে একজন আইনপ্রণেতার আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও আমাদের দেশে এসব ঘটছে এবং প্রতিকারহীনভাবেই ঘটছে। কয়েক বছর আগে নারায়ণগঞ্জে সরকারের মিত্র দল জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান একজন শিক্ষককে কান ধরে ওঠবস করিয়েছিলেন। কিন্তু ওই সংসদ সদস্যের এর জন্য কোনো শাস্তি হয়নি। কয়েক দিন আগে একজন কলেজ অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার জন্য এর পেছনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যে রকম আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল, তা হয়নি।

রাজশাহী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে উদ্ধৃত করে আজকের পত্রিকায় খবর ছাপা হয়েছে, ভুক্তভোগী অধ্যক্ষ সেলীম রেজার সঙ্গে তাঁর কথা হয়েছে। সেলীম রেজা তাঁকে জানিয়েছেন, সাত-আটজন অধ্যক্ষ-উপাধ্যক্ষের সামনে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী সেলীম রেজাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় এবং একপর্যায়ে হকিস্টিক দিয়ে পিটিয়েছেন। মারধরের সময় অন্য অধ্যক্ষ-উপাধ্যক্ষরা চুপচাপ ছিলেন। ওমর ফারুক চৌধুরী এ ঘটনা থেকে অন্যদের শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন।

অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এটাও বলেছেন, ‘ওমর ফারুক চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার কলেজের শিক্ষকদের বিভিন্নভাবে চাপে রাখেন। তিনি গোদাগাড়ী-তানোরের কোনো শিক্ষককে সমিতিতে আসতে দেন না। তাঁর ভয়ে কেউ আসতে পারেন না। এখন মারধরের বিষয়টি জানানো হলে আমি বলেছি, আমার কাছে লিখিত অভিযোগ দিতে হবে। তাহলে বিষয়টা নিয়ে আমি মাঠে নামব। তা না হলে না। অভিযোগ না পেয়ে ব্যবস্থা নিলে পরে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়।’

সমস্যা ঠিকই হয়েছে। বৃহস্পতিবারেই ওমর ফারুক চৌধুরী অধ্যক্ষ সেলীম রেজাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে বলেছেন সংবাদপত্রে যেভাবে খবর ছাপা হয়েছে সেটা ঠিক নয়। সেলীম রেজা লিখিত বক্তব্যে বলেছেন, ‘প্রকৃতপক্ষে আমরা কয়েকজন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ঈদ উপলক্ষে এমপি সাহেবের অফিসে দেখা করতে গিয়েছিলাম। এ সময় আমাদের অধ্যক্ষ ফোরামের কমিটি গঠন এবং অভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে এমপি মহোদয় আমাদের নিবৃত্ত করেন। এ ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি।’

এখন প্রশ্ন হলো, কলেজ শিক্ষক সমিতির নেতা বাদশা কি গণমাধ্যমকে অসত্য তথ্য দিয়েছেন? নাকি সংসদ সদস্যের চাপে মার খেয়েও হজম করে গেলেন অধ্যক্ষ সেলীম রেজা?

লাঞ্ছিত হয়েও রাজনৈতিক চাপে বা পদের মোহে শিক্ষকেরাও যদি সত্য প্রকাশে সাহস না পান, তাহলে তাঁদের অপদস্থ হওয়া ঠেকানো কঠিন। সংসদ সদস্যের উপস্থিতিতে কলেজশিক্ষকেরা যদি নিজেদের মধ্যে উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কিও করেন, সেটা কি খুব শোভন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত