শাকিব খানের এসকে ফিল্মস থেকে প্রথম প্রযোজনা ছিল ‘হিরো দ্য সুপারস্টার’। তিন বছর আগে এই প্রতিষ্ঠান থেকে চারটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন শাকিব। এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এর মধ্যে একমাত্র ‘বীর’ মুক্তি পেয়েছে।
বাকি তিনটি মুক্তি পাওয়া তো দূরের কথা, শুটিংই শুরু হয়নি। এসব পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সিনেমাগুলো এখন অনিশ্চয়তার খাতায়।
এ অবস্থায় শাকিব খান কয়েক দিন আগে নতুন সাতটি সিনেমার ঘোষণা দিয়েছেন। বেশির ভাগ সিনেমা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হবে। এগুলো হলো রায়হান রাফীর ‘প্রেমিক’, হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও ‘মায়া’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’। এ ছাড়া মিজানুর রহমান আরিয়ান, সানী সানোয়ার ও তপু খানের সিনেমার নাম ঠিক হয়নি। সাতটি সিনেমার পরিচালক ও সহ-প্রযোজকের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, শাকিব খান শুধু রায়হান রাফীর ‘প্রেমিক’ সিনেমার শিডিউল দিয়েছেন।
এ ছাড়া বাকিগুলোর মধ্যে কমপক্ষে তিনটি সিনেমার চিত্রনাট্য এখনো প্রস্তুত হয়নি। সব মিলিয়ে এ সিনেমাগুলোর শুটিং কবে শুরু হবে, মুক্তিই-বা কবে পাবে; তার কোনো কূলকিনারা পাওয়া যায়নি।
শাকিবসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে ‘প্রেমিক’ সিনেমার শুটিং শুরু হতে পারে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। তাঁদের টার্গেট সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তি দেওয়ার। এ ছাড়া কপ ক্রিয়েশনের সঙ্গে একটি পুলিশ থ্রিলার নিয়ে মিটিং হয়েছে শাকিবের। সিনেমাটি পরিচালনা করবেন সানী সানোয়ার। তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে মিটিং হয়েছে। সিনেমা নিয়ে কথা হয়েছে। কিন্তু কাজটি চূড়ান্ত হওয়ার জন্য আরও কয়েকবার মিটিং করতে হবে। অনেক কিছু ব্যাটে-বলে মেলার বিষয় আছে।’
হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ সিনেমায় অভিনয় করে ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। তিনি শাকিবকে নিয়ে ‘কবি’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দেন ২০২০ সালে। শাকিবের নতুন ঘোষণায় এ সিনেমার নামও উঠে এসেছে। নির্মাতা কল্লোল বলেন, ‘আমাদের প্রি-প্রোডাকশন প্রায় শেষের পথে। শাকিব খান দেশে আসার পর কথা হয়েছে। খুব শিগগিরই বিস্তারিত জানাব।’
অনেকে প্রশ্ন তুলেছেন, শাকিবের ঘোষিত সিনেমাগুলো কি আদৌ আলোর মুখ দেখবে? নাকি কেবল ঘোষণাতেই আটকে যাবে সিনেমাগুলোর ভাগ্য! উত্তর এ মুহূর্তে অজানা। তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ঘোষণার চমক থেকে বেরিয়ে শাকিব সত্যিই এবার কাজে মন দেবেন।
শাকিব খানের এসকে ফিল্মস থেকে প্রথম প্রযোজনা ছিল ‘হিরো দ্য সুপারস্টার’। তিন বছর আগে এই প্রতিষ্ঠান থেকে চারটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন শাকিব। এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এর মধ্যে একমাত্র ‘বীর’ মুক্তি পেয়েছে।
বাকি তিনটি মুক্তি পাওয়া তো দূরের কথা, শুটিংই শুরু হয়নি। এসব পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সিনেমাগুলো এখন অনিশ্চয়তার খাতায়।
এ অবস্থায় শাকিব খান কয়েক দিন আগে নতুন সাতটি সিনেমার ঘোষণা দিয়েছেন। বেশির ভাগ সিনেমা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হবে। এগুলো হলো রায়হান রাফীর ‘প্রেমিক’, হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও ‘মায়া’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’। এ ছাড়া মিজানুর রহমান আরিয়ান, সানী সানোয়ার ও তপু খানের সিনেমার নাম ঠিক হয়নি। সাতটি সিনেমার পরিচালক ও সহ-প্রযোজকের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, শাকিব খান শুধু রায়হান রাফীর ‘প্রেমিক’ সিনেমার শিডিউল দিয়েছেন।
এ ছাড়া বাকিগুলোর মধ্যে কমপক্ষে তিনটি সিনেমার চিত্রনাট্য এখনো প্রস্তুত হয়নি। সব মিলিয়ে এ সিনেমাগুলোর শুটিং কবে শুরু হবে, মুক্তিই-বা কবে পাবে; তার কোনো কূলকিনারা পাওয়া যায়নি।
শাকিবসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে ‘প্রেমিক’ সিনেমার শুটিং শুরু হতে পারে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। তাঁদের টার্গেট সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তি দেওয়ার। এ ছাড়া কপ ক্রিয়েশনের সঙ্গে একটি পুলিশ থ্রিলার নিয়ে মিটিং হয়েছে শাকিবের। সিনেমাটি পরিচালনা করবেন সানী সানোয়ার। তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে মিটিং হয়েছে। সিনেমা নিয়ে কথা হয়েছে। কিন্তু কাজটি চূড়ান্ত হওয়ার জন্য আরও কয়েকবার মিটিং করতে হবে। অনেক কিছু ব্যাটে-বলে মেলার বিষয় আছে।’
হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ সিনেমায় অভিনয় করে ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। তিনি শাকিবকে নিয়ে ‘কবি’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দেন ২০২০ সালে। শাকিবের নতুন ঘোষণায় এ সিনেমার নামও উঠে এসেছে। নির্মাতা কল্লোল বলেন, ‘আমাদের প্রি-প্রোডাকশন প্রায় শেষের পথে। শাকিব খান দেশে আসার পর কথা হয়েছে। খুব শিগগিরই বিস্তারিত জানাব।’
অনেকে প্রশ্ন তুলেছেন, শাকিবের ঘোষিত সিনেমাগুলো কি আদৌ আলোর মুখ দেখবে? নাকি কেবল ঘোষণাতেই আটকে যাবে সিনেমাগুলোর ভাগ্য! উত্তর এ মুহূর্তে অজানা। তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ঘোষণার চমক থেকে বেরিয়ে শাকিব সত্যিই এবার কাজে মন দেবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪