Ajker Patrika

ঘুড়ি ওড়ানো দিয়ে শুরু হলো সাকরাইন উৎসব

জবি প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৪: ০৯
ঘুড়ি ওড়ানো দিয়ে শুরু হলো সাকরাইন উৎসব

পৌষের বিদায়ক্ষণ আজ। বারো মাসে তেরো পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিতে শুরু হয়েছে পুরান ঢাকাবাসীর ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন। আজ শুক্রবার সূর্যোদয় থেকে পুরান ঢাকার বাসাবাড়ির ছাদে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর উৎসব। ঘুড়ি ওড়ানোর জন্য সুতা মাঞ্জা দেওয়া থেকে শুরু করে পিঠা বানানোর ধুম পড়েছে পুরান ঢাকায়।

সরেজমিনে দেখা যায়, সূর্যোদয়ের সঙ্গে আকাশে উড়ছে ঘুড়ি। বাসাবাড়ির ছাদে কিশোর-কিশোরীদের হৈহুল্লোড়। আকাশে দেখা যায় বিভিন্ন নামের ঘুড়ি, সঙ্গে ঘুড়ি সর্বোচ্চ ওপরে ওঠানোর প্রতিযোগিতা আর কাটাকাটির লড়াই। 

ঘুড়ি উড়ানো দিয়ে শুরু হলো সাকরাইন উৎসবএ বিষয়ে পুরান ঢাকার বাসিন্দা রতন মিয়া বলেন, ‘আজ দুপুরের পর থেকেই আকাশে বাড়তে থাকবে ঘুড়ির সংখ্যা। ঘরে ঘরে হবে পিঠাপুলির উৎসব। বেলা গড়িয়ে সন্ধ্যা হলেই আকাশে ওড়বে রং-বেরঙের ফানুশ। আতশবাজির আলোয় উজ্জ্বল হবে পুরান ঢাকার আকাশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত