Ajker Patrika

ফেব্রুয়ারি থেকে আর্থিক সহায়তা পাবে আন্দোলনে নিহতের পরিবার: উপদেষ্টা নাহিদ

বাসস, ঢাকা  
রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে জিয়ারতে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে জিয়ারতে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি থেকে জুলাই আন্দোলনে নিহতের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেব্রুয়ারির শুরুতে এ কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে কবর জিয়ারতের পর নিহতদের স্বজনদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

কবর জিয়ারতের পর জুলাই-আগস্টে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন উপদেষ্টা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।’

রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান উপদেষ্টা নাহিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত