Ajker Patrika

সিরাজদিখানে ইউপি সদস্য নির্বাচিত হলেন রানা আহম্মেদ দেলোয়ার 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২২: ২১
সিরাজদিখানে ইউপি সদস্য নির্বাচিত হলেন রানা আহম্মেদ দেলোয়ার 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে রানা আহম্মেদ দেলোয়ার (ফুটবল) সদস্য নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৮৮০ ভোট। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়। 

রানা আহম্মেদ দেলোয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী অভয় ধর (তালা) পেয়েছেন ১৬২ ভোট। এ ছাড়া মো. চাঁন মিয়া (ক্রিকেট ব্যাট) ১৫৪ ভোট, প্রতীকে নব কিশোর মজুমদার (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ১০৮ ভোট পান। 

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯২ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৬৬ জন ও নারী ভোটার ১ হাজার ১২৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৩১৮ ভোটার। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে রানা আহম্মেদ দেলোয়ার। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হারুন-অর-রশীদ গত বছরের ১৬ ডিসেম্বর ট্রলার ডুবিতে নিহত হলে পদটি শূন্য হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত