কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

ঢাকার কেরানীগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সামনে একটি বিরিয়ানির দোকানের বাইরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। রাস্তা দিয়ে একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় ওই সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লাগলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। 

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া বলেন, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জানান, যানজট পূর্ণ সড়কে একটি পিকআপ ভ্যান সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লাগলে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিনজন নিহত হলেও তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত