টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পারে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই পর্বে ইজতেমা ময়দানে হামলা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পাওয়া গেছে।
আজ দুপুরে ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কমিশনার নাজমুল করিম খান এ কথা জানান।
জিএমপি কমিশনার বলেন, ‘এখানে (ইজতেমা ময়দানে) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে লোকসমাগম না হয় সেটি করার জন্য হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, এতে ভয় পাওয়ার কিছু নাই।’
নাজমুল করিম বলেন, ‘আমরা তল্লাশি করেছি, মাঠে মধ্যে কোনো বোম নাই। নিশ্চিতভাবেই আমরা তা বলতে পারি। কিন্তু এরপরে কখনো ঢুকবে না সেটি, আমরা ফেলে দিতে পারি না। আমরা তার জন্য চেকপোস্ট বসিয়েছি। তবে হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। আমার মনে হয় না, এটি কোনো নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, একে কোনো হুমকি মনে করছি না।’
সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযান প্রসঙ্গ টেনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতকারী এ ইজতেমা মাঠকে ব্যবহার করতে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা মুরব্বিদের বলেছি, আপনাদের নজরে যদি কোনো দুষ্কৃতকারী পড়ে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আপনারা আমাদের হাতে তুলে দেবেন।’
নিরাপত্তার বিষয়ে জিএমপি কমিশনার বলেন, ‘মাঠের মুরব্বিরা ভলান্টিয়ার সার্ভিসের জন্য প্রচুরসংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তাঁরা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারদিকে লোক রেখেছি, প্রহরা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’
এ সময় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ময়দানে মুসল্লিদের মধ্য থেকে প্রতিটি খিত্তায় কয়েকজন করে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আলোচনা করা হচ্ছে। আশা করছি, নির্বিঘ্নে ইজতেমা পালন করতে পারব।’
১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পারে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই পর্বে ইজতেমা ময়দানে হামলা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পাওয়া গেছে।
আজ দুপুরে ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কমিশনার নাজমুল করিম খান এ কথা জানান।
জিএমপি কমিশনার বলেন, ‘এখানে (ইজতেমা ময়দানে) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে লোকসমাগম না হয় সেটি করার জন্য হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, এতে ভয় পাওয়ার কিছু নাই।’
নাজমুল করিম বলেন, ‘আমরা তল্লাশি করেছি, মাঠে মধ্যে কোনো বোম নাই। নিশ্চিতভাবেই আমরা তা বলতে পারি। কিন্তু এরপরে কখনো ঢুকবে না সেটি, আমরা ফেলে দিতে পারি না। আমরা তার জন্য চেকপোস্ট বসিয়েছি। তবে হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। আমার মনে হয় না, এটি কোনো নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, একে কোনো হুমকি মনে করছি না।’
সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযান প্রসঙ্গ টেনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতকারী এ ইজতেমা মাঠকে ব্যবহার করতে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা মুরব্বিদের বলেছি, আপনাদের নজরে যদি কোনো দুষ্কৃতকারী পড়ে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আপনারা আমাদের হাতে তুলে দেবেন।’
নিরাপত্তার বিষয়ে জিএমপি কমিশনার বলেন, ‘মাঠের মুরব্বিরা ভলান্টিয়ার সার্ভিসের জন্য প্রচুরসংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তাঁরা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারদিকে লোক রেখেছি, প্রহরা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’
এ সময় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ময়দানে মুসল্লিদের মধ্য থেকে প্রতিটি খিত্তায় কয়েকজন করে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আলোচনা করা হচ্ছে। আশা করছি, নির্বিঘ্নে ইজতেমা পালন করতে পারব।’
১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৭ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৭ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৭ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৭ ঘণ্টা আগে