নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার রাস্তা অনুপাতে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এর ওপর চলছে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রা। অন্যদিকে চলছে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চলমান।
আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আর মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে শহরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
বিএনপির পদযাত্রার কারণে দুপুরের আগে থেকেই মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সব দিকেই তীব্র যানজট। শেওড়াপাড়া কাজীপাড়া পদযাত্রার ঠিক বিপরীত পাশেও তৈরি হয় যানজট।
ফার্মগটে এলাকায় কথা হয় কলেজ শিক্ষার্থী তৌসিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, মিরপুর কাজী পাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগাঁরগাও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে প্রায় ৫০ মিনিট। পরে আগাঁরগাও থেকে হেঁটেই ফার্মগেটে এসেছেন তিনি।
পদযাত্রার প্রভাব শহরের বিভিন্ন এলাকায় পড়তে দেখা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদেকেরা জানিয়েছেন, সকাল সোয় ১০টায় হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু করে এফডিসি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়।
জানা গেছে, সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকেল নাগাদ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হয় এই কর্মসূচি।
অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করছেন ক্ষমতাসীনেরা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা।
প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন ও গুলিস্তান এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পুরানা পল্টন এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে কাজ করেন, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথটা হাঁটতে হয়েছে।
ঢাকার রাস্তা অনুপাতে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এর ওপর চলছে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রা। অন্যদিকে চলছে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চলমান।
আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আর মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে শহরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
বিএনপির পদযাত্রার কারণে দুপুরের আগে থেকেই মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সব দিকেই তীব্র যানজট। শেওড়াপাড়া কাজীপাড়া পদযাত্রার ঠিক বিপরীত পাশেও তৈরি হয় যানজট।
ফার্মগটে এলাকায় কথা হয় কলেজ শিক্ষার্থী তৌসিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, মিরপুর কাজী পাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগাঁরগাও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে প্রায় ৫০ মিনিট। পরে আগাঁরগাও থেকে হেঁটেই ফার্মগেটে এসেছেন তিনি।
পদযাত্রার প্রভাব শহরের বিভিন্ন এলাকায় পড়তে দেখা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদেকেরা জানিয়েছেন, সকাল সোয় ১০টায় হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু করে এফডিসি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়।
জানা গেছে, সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকেল নাগাদ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হয় এই কর্মসূচি।
অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করছেন ক্ষমতাসীনেরা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা।
প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন ও গুলিস্তান এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পুরানা পল্টন এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে কাজ করেন, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথটা হাঁটতে হয়েছে।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৭ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৭ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে