নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার রাস্তা অনুপাতে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এর ওপর চলছে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রা। অন্যদিকে চলছে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চলমান।
আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আর মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে শহরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
বিএনপির পদযাত্রার কারণে দুপুরের আগে থেকেই মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সব দিকেই তীব্র যানজট। শেওড়াপাড়া কাজীপাড়া পদযাত্রার ঠিক বিপরীত পাশেও তৈরি হয় যানজট।
ফার্মগটে এলাকায় কথা হয় কলেজ শিক্ষার্থী তৌসিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, মিরপুর কাজী পাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগাঁরগাও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে প্রায় ৫০ মিনিট। পরে আগাঁরগাও থেকে হেঁটেই ফার্মগেটে এসেছেন তিনি।
পদযাত্রার প্রভাব শহরের বিভিন্ন এলাকায় পড়তে দেখা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদেকেরা জানিয়েছেন, সকাল সোয় ১০টায় হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু করে এফডিসি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়।
জানা গেছে, সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকেল নাগাদ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হয় এই কর্মসূচি।
অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করছেন ক্ষমতাসীনেরা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা।
প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন ও গুলিস্তান এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পুরানা পল্টন এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে কাজ করেন, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথটা হাঁটতে হয়েছে।
ঢাকার রাস্তা অনুপাতে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এর ওপর চলছে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রা। অন্যদিকে চলছে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চলমান।
আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আর মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে শহরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
বিএনপির পদযাত্রার কারণে দুপুরের আগে থেকেই মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সব দিকেই তীব্র যানজট। শেওড়াপাড়া কাজীপাড়া পদযাত্রার ঠিক বিপরীত পাশেও তৈরি হয় যানজট।
ফার্মগটে এলাকায় কথা হয় কলেজ শিক্ষার্থী তৌসিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, মিরপুর কাজী পাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগাঁরগাও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে প্রায় ৫০ মিনিট। পরে আগাঁরগাও থেকে হেঁটেই ফার্মগেটে এসেছেন তিনি।
পদযাত্রার প্রভাব শহরের বিভিন্ন এলাকায় পড়তে দেখা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদেকেরা জানিয়েছেন, সকাল সোয় ১০টায় হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু করে এফডিসি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়।
জানা গেছে, সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকেল নাগাদ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হয় এই কর্মসূচি।
অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করছেন ক্ষমতাসীনেরা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা।
প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন ও গুলিস্তান এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পুরানা পল্টন এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে কাজ করেন, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথটা হাঁটতে হয়েছে।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে