Ajker Patrika

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
গ্রেপ্তার ফিরোজ আলম বাবু ও জব্দ করা কসমেটিকস। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ফিরোজ আলম বাবু ও জব্দ করা কসমেটিকস। ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৪৮ লাখ টাকার কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় চোরাই পণ্য লোড করার সময় বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শরীর ফর্সাকারী চার ধরনের ২৫ হাজারের বেশি কসমেটিকস। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা, যার মাধ্যমে ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

ডিসি মিজানুর রহমান বলেন, পণ্যগুলো আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে। এ ধরনের পণ্য স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হয়। পণ্যের উৎপত্তির স্থান ও গুণগত মান অজানা থাকায় গ্রাহকদের ক্ষতির ঝুঁকি থাকে।

চোরাচালানে জড়িত চক্রটি সুসংগঠিত চেইনের মাধ্যমে কাজ করে। প্রতিটি ধাপে লোক জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে অভিযান চলছে।

গ্রেপ্তার ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাই পণ্য আনা-নেওয়ায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত