অনলাইন ডেস্ক
তৃতীয় ধাপে বাদ পড়া চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা জানান, তৎকালীন ফ্যাসিস্ট সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি সারা দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন। কিন্তু সমপর্যায় যোগ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে সারা দেশে তিন পার্বত্য জেলা ও ছিটমহলসহ প্রায় ৪ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বঞ্চিত হয়।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘জাতীয়করণের দাবিতে বিগত ২০১৫ সাল থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ২০১৮ সালে ১৮ দিন ২০১৯ সালে ৫৬ দিন জাতীয় প্রেসক্লাবে অনশন পালন করে ১৮ সালে অনশন চলাকালীন সময়ে তৎকালীন সচিব আকরাম আল হাসান আন্দোলনরত শিক্ষকদের নিকট আসে এবং আশ্বস্ত করেন ৬ মাসের মধ্যে বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ক্ষমতার অপব্যবহার করে এক বিজ্ঞপ্তি জারি করে। যাতে উল্লেখ ছিল-আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আপাতত সুযোগ নেই। আমরা ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট সাবেক সচিবের বিজ্ঞপ্তি বাতিলসহ বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।’
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন প্রমুখ।
তৃতীয় ধাপে বাদ পড়া চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা জানান, তৎকালীন ফ্যাসিস্ট সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি সারা দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন। কিন্তু সমপর্যায় যোগ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে সারা দেশে তিন পার্বত্য জেলা ও ছিটমহলসহ প্রায় ৪ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বঞ্চিত হয়।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘জাতীয়করণের দাবিতে বিগত ২০১৫ সাল থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ২০১৮ সালে ১৮ দিন ২০১৯ সালে ৫৬ দিন জাতীয় প্রেসক্লাবে অনশন পালন করে ১৮ সালে অনশন চলাকালীন সময়ে তৎকালীন সচিব আকরাম আল হাসান আন্দোলনরত শিক্ষকদের নিকট আসে এবং আশ্বস্ত করেন ৬ মাসের মধ্যে বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ক্ষমতার অপব্যবহার করে এক বিজ্ঞপ্তি জারি করে। যাতে উল্লেখ ছিল-আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আপাতত সুযোগ নেই। আমরা ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট সাবেক সচিবের বিজ্ঞপ্তি বাতিলসহ বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।’
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন প্রমুখ।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৭ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৭ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে