কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
পাওনা টাকা চাইতে গিয়ে পুলিশ কনস্টেবল এস এম জাকিরের বঁটির কোপে জাফর (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগীর ছোট ভাই ইব্রাহিম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আগানগর ইউনিয়নের ইমামবাড়ী জাবালে নুর টাওয়ারের ৮ম তলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল এস এম জাকির উত্তরা শিল্প পুলিশে কর্মরত।
এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের হাতে এসেছে। যাতে দেখা যায়, ৭ম ও ৮ম তলার সিঁড়িতে দাঁড়িয়ে জাফর কনস্টেবল জাকিরের বাবা আবুল কালামের সঙ্গে কথা বলছেন। এ সময় তাঁর মা জাহানারা ৭ম তলা থেকে সিঁড়ি দিয়ে উঠে জাফরকে চড় মারেন। প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় মায়ের পেছন পেছন এসে বঁটি দিয়ে জাফরের ডান পায়ে কোপ দেন জাকির। এ সময় জাকির আরও কোপ দেওয়ার চেষ্টা করেন। তবে অন্যদের বাধায় তিনি তা আর পারেননি।
মামলার বাদী ইব্রাহিম বলেন, ‘পুলিশ কনস্টেবল জাকিরের বাবা আবুল কালামের কাছে আমরা ব্যবসা বাবদ ২৭ লাখ ৯০ হাজার টাকা পাই। আমাদের গার্মেন্টসের ব্যবসা রয়েছে। আবুল কালাম আমাদের কাপড় সংগ্রহ করে দেন। এ জন্য তিনি অনেক সময় অগ্রিম টাকা নেন। এই টাকা নেওয়ার পরও সে আর ফেরত দিচ্ছে না, এমনকি কোনো পণ্যও দিচ্ছে না। কিছু বললেই ছেলে পুলিশে চাকরি করে এই ভয় দেখাত।’
তিনি বলেন, ‘ঘটনার দিন আমার বড় ভাই পাওনা টাকা আনতে ওই বিল্ডিংয়ে আবুল কালামের ভাড়া বাসায় গেলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করে। এ সময় আবুল কালামের ছেলে জাকির বঁটি দিয়ে বড় ভাই সজোরে জাফরের ডান পায়ে হাঁটুর নিচের অংশে কোপ দেয়। এতে তার মাংস কেটে হাড়েও গভীর ক্ষত হয়েছে।’
ইব্রাহিম আরও বলেন, ‘আমরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিই। সেখান থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। আজ মঙ্গলবার পঙ্গু হাসপাতালে জাফরের পায়ে অপারেশন হয়েছে। তবে তার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।’
অভিযুক্ত পুলিশ কনস্টেবল এস এম জাকির মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা মাকে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে কোপ দিয়েছি। তারা আমাদের অনেক জ্বালাচ্ছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় জাকিরসহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পাওনা টাকা চাইতে গিয়ে পুলিশ কনস্টেবল এস এম জাকিরের বঁটির কোপে জাফর (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগীর ছোট ভাই ইব্রাহিম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আগানগর ইউনিয়নের ইমামবাড়ী জাবালে নুর টাওয়ারের ৮ম তলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল এস এম জাকির উত্তরা শিল্প পুলিশে কর্মরত।
এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের হাতে এসেছে। যাতে দেখা যায়, ৭ম ও ৮ম তলার সিঁড়িতে দাঁড়িয়ে জাফর কনস্টেবল জাকিরের বাবা আবুল কালামের সঙ্গে কথা বলছেন। এ সময় তাঁর মা জাহানারা ৭ম তলা থেকে সিঁড়ি দিয়ে উঠে জাফরকে চড় মারেন। প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় মায়ের পেছন পেছন এসে বঁটি দিয়ে জাফরের ডান পায়ে কোপ দেন জাকির। এ সময় জাকির আরও কোপ দেওয়ার চেষ্টা করেন। তবে অন্যদের বাধায় তিনি তা আর পারেননি।
মামলার বাদী ইব্রাহিম বলেন, ‘পুলিশ কনস্টেবল জাকিরের বাবা আবুল কালামের কাছে আমরা ব্যবসা বাবদ ২৭ লাখ ৯০ হাজার টাকা পাই। আমাদের গার্মেন্টসের ব্যবসা রয়েছে। আবুল কালাম আমাদের কাপড় সংগ্রহ করে দেন। এ জন্য তিনি অনেক সময় অগ্রিম টাকা নেন। এই টাকা নেওয়ার পরও সে আর ফেরত দিচ্ছে না, এমনকি কোনো পণ্যও দিচ্ছে না। কিছু বললেই ছেলে পুলিশে চাকরি করে এই ভয় দেখাত।’
তিনি বলেন, ‘ঘটনার দিন আমার বড় ভাই পাওনা টাকা আনতে ওই বিল্ডিংয়ে আবুল কালামের ভাড়া বাসায় গেলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করে। এ সময় আবুল কালামের ছেলে জাকির বঁটি দিয়ে বড় ভাই সজোরে জাফরের ডান পায়ে হাঁটুর নিচের অংশে কোপ দেয়। এতে তার মাংস কেটে হাড়েও গভীর ক্ষত হয়েছে।’
ইব্রাহিম আরও বলেন, ‘আমরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিই। সেখান থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। আজ মঙ্গলবার পঙ্গু হাসপাতালে জাফরের পায়ে অপারেশন হয়েছে। তবে তার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।’
অভিযুক্ত পুলিশ কনস্টেবল এস এম জাকির মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা মাকে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে কোপ দিয়েছি। তারা আমাদের অনেক জ্বালাচ্ছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় জাকিরসহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১৯ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে