Ajker Patrika

রিমালের বৃষ্টিতে বড় হবে আম, বলছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১৮: ০৫
রিমালের বৃষ্টিতে বড় হবে আম, বলছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা

গতকাল রোববার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে চাঁপাইনবাবগঞ্জেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিকে আমের জন্য আশীর্বাদ বলছেন সংশ্লিষ্টরা। কারণ, চলতি মৌসুমে এমনিতে গাছে মুকুল পরে এসেছিল। আবার মুকুল ফোটার পরে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে গুটি বড় হয়নি। যথেষ্ট সেচসহ সার্বিক পরিচর্যা করতে না পারায় গুটি একেবারেই শুকিয়ে যায়।

আজ সোমবার কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নাচোল উপজেলার গুঠইল এলাকার কৃষক সাইফুল ইসলাম জানান, চলতি বছর তাঁর তিন বিঘা জমিতে আম রয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকায় মুকুল এসেছিল দেরিতে। আবার যে মুকুল ফুটে গুটি ধরেছিল, তা বড় হয়নি। বারবার সেচ ও কীটনাশক প্রয়োগ করে গাছে ঝুলে থাকা গুটিগুলো রোগাক্রান্ত হয়েছিল। তবে দুই দিনের বৃষ্টিতে কিছুটা হলেও আমের উপকার হবে।

শিবগঞ্জের আমচাষি ও উদ্যোক্তা ইসমাইল খান শামিম বলেন, আমের গাছে মুকুল ও গুটি আসার পর থেকে টিকিয়ে রাখতে প্রচুর পরিমাণে সেচ দিতে হয়েছে। এতে কয়েক গুণ খরচ বাড়লেও আমের আকার বাড়েনি। একেকটি ফজলি, আশ্বিনা, ক্ষীরশাপাতিসহ আকারে বড় জাতের আমগুলো এখনো গুটি হয়ে রয়েছে। তবে রিমালের বৃষ্টিতে এখন বেশ উপকার হলো। কৃষকদের সেচের অর্থ বাঁচবে।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘তীব্র খরার কারণে আমগাছ পর্যাপ্ত রস পায়নি। ফলে আমের আকৃতি বড় হয়নি। আবার অনেক গাছের আম ঝরে গেছে সেচের অভাবে। তবে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে, তা আমের আকার বড় করবে, দীর্ঘস্থায়ী হবে মেয়াদ।’

কৃষি বিভাগের সূত্রমতে, এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত