লঘুচাপ সুস্পষ্ট, ঘূর্ণিঝড়ের বিষয়ে যা জানাল আবহাওয়া দপ্তর 

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০: ১২
Thumbnail image

চলতি মাসের শেষ ভাগে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমতাবস্থায় আজ দু-একটি জায়গা ছাড়া সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এর আগে আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। 

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত