Ajker Patrika

ওয়াল্টার স্কট

সম্পাদকীয়
ওয়াল্টার স্কট

ওয়াল্টার স্কট ছিলেন স্কটল্যান্ডের ঔপন্যাসিক ও কবি। ইউরোপজুড়ে তাঁর সময়ে তিনি ছিলেন সবচেয়ে বেশি জনপ্রিয় লেখক। তিনি প্রথম লেখক, যিনি নিজের জীবদ্দশাতেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।

ওয়াল্টার স্কট ১৭৭১ সালের ১৫ আগস্ট স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেন। তিনি দুই বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হন এবং কোনোমতে বেঁচে যান, কিন্তু বাকি জীবন তাঁকে শারীরিক প্রতিবন্ধী হয়ে কাটাতে হয়। ছোটবেলায় তিনি রূপকথা, গান, শেক্‌সপিয়ারের গল্প, এশীয় কল্পকাহিনি এবং লোককথার ভক্ত পাঠক ছিলেন।

তিনি এডিনবরা কলেজ থেকে পড়াশোনা শেষ করে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। কিন্তু ভগ্ন স্বাস্থ্যের কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। তিনি বাসায় একজন শিক্ষকের কাছে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। পাশাপাশি বাবাকে সাহায্য করার জন্য শিক্ষানবিশ কেরানিগিরির কাজ করেন। পরবর্তী সময়ে তিনি আবার এডিনবরা বিশ্ববিদ্যালয়ে কলা ও আইন বিভাগে ক্লাস করতে থাকেন। তারপর ১৭৯২ সালে আইন পাস করেন এবং স্কটিশ বারে প্র্যাকটিস করার সুযোগ পান।

তাঁর প্রথম প্রকাশিত রচনা জনপ্রিয় স্কটিশ গানের একটি তিন খণ্ডের সংগ্রহ। এ বইটি তাঁকে লোকসাহিত্যবিদ হিসেবে পরিচিতিতে সহায়তা করে। এরপর তিনি ১৮০৫ সালে ‘দ্য লে অব দ্য লাস্ট মিন্সট্রায়েল’, ১৮০৮ সালে ‘মারমিয়ন’ এবং ১৮১০ সালে ‘দ্য লেডি অব দ্য ল্যাক’ কাব্যগ্রন্থগুলো প্রকাশ করে সমগ্র ব্রিটেনে সুপরিচিত কবি হয়ে ওঠেন।

এরপর তিনি প্রকাশনা ব্যবসায় যুক্ত হন। পাশাপাশি গদ্য রচনায় মন দেন। তাঁর প্রথম উপন্যাস ‘ওয়েভার্লি’। এর পরের ১০ বছর তিনি বেনামে আরও ২০টি উপন্যাস রচনা করেন। বেনামে উপন্যাসগুলো লেখার কারণে আজও অনেক উপন্যাস তাঁর নামে চালানো হয়। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে আইভানহো, রব রয়, দ্য লেডি অব দ্য লেক, ওয়েভারলি এবং দ্য হার্ট অব মিডলোথিয়ান।

তিনি ১৮৩২ সালের ২১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

তিন সুপারস্টারেও ফ্লপ, ৩৪ বছর আগে যে সর্বভারতীয় ছবি প্রযোজককে দেউলিয়া বানিয়েছিল

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত