ভাইরাল বাংলাদেশ

নুসরাত জাহান শুচি
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৭: ৪৯
Thumbnail image

বর্তমান বাংলাদেশ মানেই যেন ভাইরাল বাংলাদেশ। ভালো বা মন্দ যেদিকেই তাকাবেন, কেবল ভাইরাল বিষয়। কয়েকটি উদাহরণ দিয়ে দেখা যাক। 

ঘটনা ১: ছাগল-কাণ্ড
রামায়ণে যেমন লঙ্কাকাণ্ড রয়েছে, আমাদের তেমন রয়েছে ছাগল-কাণ্ড। লঙ্কাকাণ্ড ইতিহাস সমাদ্রিত। ছাগল-কাণ্ড নাম শুনেই যে তাকে অবহেলা করবেন, তার কোনো জায়গা নেই। কেননা, এই ছাগলের দাম ১৫ লাখ টাকা। আর তাতেই এনবিআর কর্মকর্তার কয়েক শ কোটি টাকার ‘বাগান’ কয়েক দিনে ধ্বংস হয়ে গেছে! শুধু কি তাই? নিজের সন্তানকে অস্বীকার করেও রেহাই মেলেনি তাঁর। বরং একের পর এক থলের বিড়াল বেরিয়ে এসেছে। এই যেমন দ্বিতীয় বিবাহ, কানাডায় তাঁর সন্তানের বিলাসবহুল জীবন, শাশুড়িকে ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেওয়া, তার নির্মিত পার্কসহ আরও কত কী! 
তবে এই কর্মকর্তাকে ভাইরাল করতে গিয়ে সাধারণ মানুষ এড়িয়ে গেছে দুর্নীতি দমন কমিশনের কথা। কেননা, এই কর্মকর্তার বিরুদ্ধে দুদক আগে আরও চারবার তদন্ত করেছে। প্রতিবারই দিয়েছে ক্লিয়ারেন্স। তাই তিনিও তাঁর সাম্রাজ্য বিস্তার করে গেছেন। 

ঘটনা ২: অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত

সাকলায়েনকে নিয়ে বলতে গেলে বলতেই হয়, ভাইরাল হওয়াতে তার জুড়ি নেই। বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি। পুলিশ ক্যাডার পাওয়ার পরই তিনি হয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম—‘পদ্মাপারের সেই ছেলেটি এখন পুলিশ ক্যাডার’। তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ল। পরবর্তী সময়ে তিনি আবারও পত্রিকার শিরোনাম হলেন নায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে। বিবাহিত এক সন্তানের জনক এই কর্মকর্তা এবার ভাইরাল হলেন বাধ্যতামূলক অবসরে যাওয়ার সিদ্ধান্তে। 

ঘটনা ৩: বাংলাদেশ পুলিশের সাবেক আইজি
বাংলাদেশ সরকারের দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির পরও পুলিশ কর্মকর্তা নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অভিযোগটি 
একটি জাতীয় দৈনিক পত্রিকায় ছাপানোর পর দুদক অনুসন্ধান 
করতে বেশ সময় নেয়। শেষ পর্যন্ত আদালতের আদেশে তারা ক্রোক করেছে বিতর্কিত সম্পত্তি। এরই মধ্যে গণমাধ্যম জানান দেয়, তিনি সপরিবার দেশ ছেড়েছেন। 

ঘটনা ৪: অভিযোগের তির স্বয়ং সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে 
এবার অভিযোগ দুদক বা কোনো সংবাদমাধ্যম আনেনি। এনেছে মার্কিন সরকার। তবে এ বিষয়ে দুদকের কার্যক্রম এখনো লক্ষণীয় নয়। 

এ তো গেল রাঘববোয়ালদের কথা। চুনোপুঁটিরাও কিন্তু ভাইরাল হওয়াতে কম এগিয়ে নেই। এমনকি রাসেলস ভাইপার সাপও ভাইরাল এ দেশে। এ ছাড়া কখনো অডি গাড়ি কিনে, আবার কখনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করে ভাইরাল হচ্ছে অনেকে। টিকটকাররা এই দৌড়ে বেশ এগিয়ে। আর ভাইরাল হওয়ার পর অনলাইন পেজ খুলে চলছে ব্যবসা, যাকে বলা যায় মন্দের ভালো। এইতো চলছে ভাইরাল বাংলাদেশের গল্প। সামনে আরও আসবে, নতুন গল্প। ঢাকা পড়ে যাবে এই গল্পগুলো।

লেখক: সাংবাদিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত