Ajker Patrika

কমলগঞ্জে দেশি ধান চাষে আগ্রহ কমছে কৃষকের

কমলগঞ্জে দেশি ধান চাষে আগ্রহ কমছে কৃষকের

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশি স্থানীয় জাতের ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। অন্যদিকে বেড়েছে হাইব্রিড ধানের চাষ। চলতি বছর বোরো, আউশ ও আমন মৌসুমে সবচেয়ে বেশি চাষ হয়েছে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড ধান। তবে হাইব্রিড ধানে ফলন বেশি হলেও কমছে জমির উর্বরতা।

কৃষকেরা জানান, দেশি প্রজাতির ধানের চেয়ে হাইব্রিড ধানের ফলন প্রায় দ্বিগুণ। দেশি ধানের ফলন কম হওয়ায় তাঁদের হাইব্রিড ধান চাষের প্রতি আগ্রহ বেড়েছে। খরচ বাড়ায় দেশি স্থানীয় জাতের ধান চাষ করে এখন আর পোষায় না।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড হাওর অ্যাগ্রিকালচার বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হাইব্রিড ধানের উৎপাদন বেশি দেশীয় ধানের চেয়ে। দেশীয় ধান প্রতি একর জমিতে ৪০ থেকে ৪৫ মণ উৎপাদন হয়, আর হাইব্রিড ১০০ থেকে ১২০ মণ। এতে স্বল্প খরচে কৃষক লাভবান হন। আমাদের দেশে দেশীয় ধানের নম্বর রেজিস্ট্রার এবং বীজ সংরক্ষণ ফ্রিজার মেশিন না থাকায় তা বিলুপ্ত হচ্ছে।’

অধ্যাপক নূর হোসেন আরও বলেন, ‘আমাদের দেশে দেশীয় ধান সংরক্ষণ নিয়ে গবেষণা কম হয়। কিন্তু উন্নত দেশে জার্মপ্লাজম সেন্টারে গবেষণা করে বীজ সংরক্ষণ করে। বিদেশিরা এগুলো নিয়ে গবেষণা করলেও আমরা দেশীয় সম্পদ রক্ষা করছি না। দেশীয় প্রজাতির ধান চাষে কৃষকদের সরকারি প্রণোদনা দিলে দেশীয় ধান বাঁচিয়ে রাখা সম্ভব। গবেষণার মাধ্যমে দেশীয় ধানকে হাইব্রিড আকারে রূপান্তর করা সম্ভব।’

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে ১৩০ হেক্টর জমিতে দেশি স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে। বাকি জমিতে উফশী ধান চাষ করা হয়েছে। দেশীয় ধানের চেয়ে হাইব্রিড ধানে খরচ একটু বেশি হলেও ফসল উৎপাদন হয় কয়েক গুণ বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, কৃষকেরা হাইব্রিড ধান চাষ করে বেশি লাভবান হন। দেশের খাদ্যের চাহিদা মেটানোর জন্য সরকার উফশী ধান চাষে বেশি গুরুত্ব দিচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত