Ajker Patrika

শত্রুতার জেরে ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
শত্রুতার জেরে ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

নওগাঁর নিয়ামতপুরে পূর্বশত্রুতার জেরে ২ একর ৪১ শতক জমির ধানের বীজতলা, কলাগাছ ও সরিষার খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে গ্রামের নুরুন্নবী ও আবদুল লতিফের ওই জমির ৩০টি ইউক্যালিপটাস গাছ, বোরোর বীজতলা, কলাগাছ ও সরিষার খেত আবদুর রাজ্জাক, শরিফ, লুৎফর রহমান, মোতালেবসহ আরও ২০-২৫ জন নষ্ট করে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ বলেন, ‘নুরুন্নবী ও আবদুল লতিফের জমিতে এ ধরনের ঘটনা ঘটবে তা চিন্তা করতে পারিনি। এ ঘটনায় তাঁদের বড় ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’

ভুক্তভোগী জমির মালিক নুরুন্নবী বলেন, ‘১৯৬৩ সালে জমিটি নিয়ে মামলা শুরু হয়। ১৯৯৩ সালে কোর্টের রায়ে জমি আমাদের বুঝে দেয়। কিন্তু হঠাৎ করে এ কেমন শত্রুতা, তা বুঝে উঠতে পারলাম না। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।’

অভিযুক্ত আবদুর রাজ্জাক বলেন, একটা সময় পাড়ার সবাই ওই জমিতে খেলাধুলা করত। এখন পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই জমির সবকিছু কেটে ফেলা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত