অমর একুশে বইমেলা: সময় বাড়ল আরও দুদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সর্বক্ষণ গুঞ্জন ছিল মেলার সময় বাড়ছে। কেউ বলছিলেন, দুদিন বাড়বে। কেউ বলছিলেন, এক দিন। প্রকাশকেরাও দাবি জানিয়েছিলেন দুদিন বাড়ানোর। গতকাল স্টল বন্ধ করে ঘরে ফেরার আগেই তাঁরা জেনেছেন, আশা পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মেলার সময় আরও দুদিন বেড়েছে। 

গতকাল মেলা প্রাঙ্গণের দ্বার খোলার পর থেকে স্টলে ও স্টলের বাইরে ছিল মেলার সময় বৃদ্ধি নিয়ে আলোচনা, গুঞ্জন। প্রকাশকেরা সময় আরও দুই দিন বাড়ানোর দাবি জানিয়েছিলেন মেলার মাঝামাঝিতেই। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা আবেদনও জানিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার কাছে। বাংলা একাডেমি সমাপনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপিয়ে ফেললেও সময় বাড়ার আশা ছাড়েননি তাঁরা।

গতকাল বিষয়টির খোঁজ নিতে প্রকাশকেরা গিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে। তিনি বলেছেন, প্রকাশকদের আবেদন তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মেলার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয় জড়িত। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন মহল।

পরে সমিতির সহসভাপতি ও অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বৃষ্টির কারণে বেশ কয়েকটি প্রকাশনী সংস্থার স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। বই ভিজে নষ্ট হয়েছে। বৃষ্টির মধ্যে আমরা বই বিক্রি করতে পারিনি। এ ছাড়া বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় এবার মেলায় বিক্রি কম। সেই ক্ষতি পুষিয়ে উঠতে আরও দুদিন সময় বাড়ানোর দাবি জানিয়েছিলাম।’

আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি বলেন, ‘আমার মনে হয় সময় বাড়বে। সেই আশাই করছি। কারণ, আমাদের প্রধানমন্ত্রী শিল্প-সংস্কৃতিবান্ধব। এ বিষয়ে তিনি আন্তরিক।’

মেলার ২৭তম দিনে গতকাল ছুটির দিন না হওয়ায় দর্শনার্থী ছিলেন পরিমিত। তবে শুরু থেকে তুলনামূলক বিক্রি ভালো হয়েছে বলে জানালেন প্রকাশকেরা। গতকাল নতুন বই এসেছে ৯৫টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ৩ হাজার ১৭৬টি।

‘হুমায়ুন আজাদ দিবসের ডাক’ শিরোনামে গতকাল হুমায়ুন আজাদকে স্মরণ করে লেখক প্রকাশক পাঠক ফোরাম। সেখানে হুমায়ুন আজাদ স্মরণে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রবর্তনের দাবি তুলেছেন কবি, সাহিত্যিকেরা। তাঁর মেয়ে মৌলি আজাদ দাবি জানিয়েছেন, বাংলা একাডেমির সামনের সড়কটি তাঁর বাবার নামে করার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘হুমায়ুন আজাদের মতো প্রতিবাদী সত্তা বা তাঁর সমকক্ষ কম দেখেছি। তিনি মানুষের মধ্যে বিভেদহীনতার কী এক নান্দনিকতা আবিষ্কার করেছিলেন। তাঁর লেখনীতে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্যবাদের কথা বলেছেন।’

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী বলেন, হুমায়ুন আজাদ ছিলেন প্রথাবিরোধী, সাহসী এক ব্যক্তি। রাজনীতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে খুব সচেতন থাকতেন তিনি।

অনুষ্ঠানে কবি মোহন রায়হান, কবি আসলাম সানী, সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদ, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, অনুপম প্রকাশনীর কর্ণধার মিলনকান্তি নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আজ মেলা শুরু হবে বেলা ৩টায়, শেষ হবে রাত ৯টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত