অমর একুশে বইমেলা: প্রাণের উচ্ছ্বাসের ইতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৮: ৪০

অমর একুশে বইমেলা তিন দিন বাড়তি আয়ু পেয়েছিল। সেটাও ফুরিয়ে গেল। থেমে গেল সোহরাওয়ার্দী উদ্যানের আঙিনা ও বাংলা একাডেমি প্রাঙ্গণে পাঠক-লেখকের কোলাহল। ৩১ দিনের প্রাণের উচ্ছ্বাসের ইতি টানা হলো গতকাল শনিবার।

শেষ দিনে যেন ছুঁয়ে গেল বিদায়ের সুর। পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিল না তেমন। যাঁরা এসেছেন, তাঁদের কারও কারও হাতে ছিল বই। কেউ বই কিনে জিরিয়ে নিচ্ছিলেন। বেসরকারি কলেজশিক্ষক মশিউর রহমান বললেন, ‘মেলার শেষ দিনে এলাম। মেয়েকে নিয়ে এসেছি। ওর জন্য কিছু বই কিনলাম। আমিও দুটো প্রবন্ধের বই কিনেছি।’

প্রকাশকদের মুখে অবশ্য চওড়া হাসি। দুই দিন বাড়ায় বাড়তি বিক্রি হয়েছে। ঝুমঝুমি প্রকাশনীর কর্ণধার শায়লা রহমান তিথি জানালেন, গতকাল দর্শনার্থী কম হলেও যাঁরা এসেছেন, বই কিনেছেন। বিক্রি ভালো হয়েছে।

এবারের বইমেলায় ৬০ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে, বলছে বাংলা একাডেমি। গত বছর যা ছিল ৪৭ কোটি। এ বছর বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৭৩০টি। গতকাল মেলায় বই এসেছে ১৪৯টি। বছরজুড়ে মেলায় গল্পের বই এসেছে ৫২১টি, উপন্যাস ৫৪০টি, কবিতা ১ হাজার ২৬২টি, মুক্তিযুদ্ধ ৬৯টি, বিজ্ঞান ৪৪টি, ভ্রমণ ৬৪টি, ইতিহাস ৫৫টি, ধর্মীয় ৬২টি, অনুবাদ ৬১টি।

মেলার সমাপনী আয়োজন ছিল একাডেমি প্রাঙ্গণের মূল মঞ্চে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘সারা পৃথিবীতে আমাদের বইমেলার সঙ্গে মিলিয়ে আর কোনো বইমেলা পাবেন না। কেউ কেউ বলতে পারে, পৃথিবীতে আরও বইমেলা আছে। কিন্তু আমাদের বইমেলা হলো আবেগের মেলা। আমাদের বইমেলা হচ্ছে জাতিসত্তার বইমেলা, বাঙালির বাঙালি হয়ে ওঠার অভিপ্রায়ের বইমেলা। আমাদের বইমেলা হচ্ছে তার ভাষাকে, মাটিকে, মানুষকে, সংস্কৃতিকে ভালোবাসার বইমেলা। এই আবেগ পৃথিবীর কোনো বইমেলায় পাওয়া যাবে না।’

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন নবনিযুক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সংস্কৃতিসচিব খলিল আহমদ। আয়োজনে স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা৷

রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে থেমে যায় প্রাণের উৎসব। তবে এই থেমে যাওয়াই শেষ নয়। এক মাসের অনুরণন থেকে যাবে বছরজুড়ে। পাঠক, লেখক, প্রকাশকেরা অপেক্ষায় থাকবেন আগামী বছরের নতুন বইমেলার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত