Ajker Patrika

কম ব্যয়ে বেশি ফলনের ‘সমলয়’ প্রকল্প শুরু

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ৩৯
কম ব্যয়ে বেশি ফলনের ‘সমলয়’ প্রকল্প শুরু

মাঠে বিভিন্ন কৃষকের জমিতে একসঙ্গে একই জাতের ফসল চাষ করলে উৎপাদন ব্যয় কম লাগার পাশাপাশি ফলন মিলবে বেশি। এমন ধারণা থেকে রংপুরের দুটি উপজেলায় ‘সমলয়’ নামে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় এই প্রকল্প নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে ১০০ একর জমিতে একই সময়ে একই ধান চাষের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ট্রেতে বীজতলা তৈরি করা হয়েছে।

কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সমলয় প্রকল্পের আওতায় মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এক প্লটে ৫০ একর জমিতে ধান চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য আধুনিক পদ্ধতিতে ট্রের মধ্যে বীজতলা করা হয়েছে। এই বীজতলার চারা একসঙ্গে ৫০ একর জমিতে রোপণ করা হবে। এ ছাড়া সেচ, সার, কীটনাশক, জৈব সার একই পরিমাণে একই সময়ে প্রয়োগ করা হবে। আধুনিক কৃষিযন্ত্র দিয়ে চারা রোপণ ও কর্তন করা হবে।

সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান জানান, কাশিপুর গ্রামের ৭০ থেকে ৮০ কৃষকের জমি নিয়ে সমলয় প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এটি বাস্তবায়নে সরকারিভাবে বীজসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। কম খরচে, কম শ্রমে বেশি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যেই প্রকল্পটি মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, একসঙ্গে অনেক জমিতে একই ফসল চাষ করলে উৎপাদন ব্যয় কম এবং ফলন বেশি হবে। এ ছাড়া জমির পরিমাণ বেশি থাকায় শ্রমিকের পরিবর্তে সহজে কৃষি যন্ত্রপাতির ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক প্রকল্পটি ফলপ্রসূ হলে কৃষি ক্ষেত্রে এটি নব অধ্যায়ের সূচনা করবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী

লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত