Ajker Patrika

আক্কেলপুরে মাঘ মাসের তীব্র শীতেও লোডশেডিং

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৩
আক্কেলপুরে মাঘ মাসের তীব্র শীতেও লোডশেডিং

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাঘ মাসের তীব্র শীতেও লোডশেডিং হচ্ছে। দিনের বেলায় প্রায়ই থাকছে না বিদ্যুৎ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পোলট্রি খামারিরা। বোরো আবাদ শুরুর আগেই লোডশেডিংয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরাও।

সরবরাহ কম থাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতি, আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আব্দুর রহমানের।

পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর ও জামালগঞ্জ সাবস্টেশনের ৭০০ কিলোমিটার এলাকায় ৪৪ হাজার ১৪৫ জন গ্রাহক রয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার ৩৩২ জন বাণিজ্যিক, ৬৩৫ ছোট-বড় সেচপাম্প ও আবাসিক গ্রাহক রয়েছেন ৩৯ হাজার ৬২ জন। দুই সাবস্টেশনের অধীনে কয়েক দিন আগে বিদ্যুতের চাহিদা ছিল দিনের বেলায় ছয় ও রাতে সাত মেগাওয়াট। কিন্তু বর্তমানে দিনের বেলা পাঁচ ও রাতে ছয় মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। গড়ে এক থেকে দেড় মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে।

হাস্তাবসন্তপুর গ্রামের পোলট্রি খামারি আব্দুল হাকিম মণ্ডল বলেন, তীব্র শীতেও ঘন ঘন লোডশেডিং শুরু হয়েছে। এ কারণে মুরগির বাচ্চাকে তাপ দেওয়া যাচ্ছে না। এতে বাচ্চা মারা যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে মোটা অঙ্কের লোকসান গুনতে হবে। 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আক্কেলপুরে এবার ১০ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিছু এলাকায় বোরো চারা রোপণ শুরু হয়েছে। মাঠে এখন আলু আর সরিষার আবাদ রয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে সেগুলো কৃষকের ঘরে ওঠা শুরু হবে।

আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ‘বর্তমানে তেমন লোডশেডিং হচ্ছে না। আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি, তা সব এলাকায় ভাগ করে দিচ্ছি। এ কারণে কিছু সময় লোডশেডিং হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত