বাবুল আক্তার, পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় বাগদা চিংড়ি কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চিংড়িচাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে দাম ভালো থাকলেও গত এক মাসে চিংড়ির দাম দফায় দফায় কমে যাওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না তাঁরা। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, পোনাসংকট, পোনার দাম বেশি, ভাইরাসজনিত মড়ক, জমির ইজারা মূল্য বেশি, দিনমজুরের ব্যাপক দাম—সব মিলিয়ে নানা কারণে চরম সংকটের মধ্যে রয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। বিষয়টি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন চিংড়িচাষি ও ব্যবসায়ীরা।
মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এ বছর পাইকগাছায় ১৭ হাজার ৭৫ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়েছে। ছোট-বড় ঘেরের সংখ্যা প্রায় চার হাজার। এই অঞ্চলের চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। চিংড়ি-অধ্যুষিত এই অঞ্চলে আশির দশক থেকে এর চাষ শুরু হয়। পাইকগাছা জেলার বৃহৎ একটি অংশজুড়ে চাষ হয় বাগদা চিংড়ি। উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের চিংড়িচাষি মোবারেক সরদার বলেন, ‘আমার পাঁচ-ছয়টি চিংড়িঘের রয়েছে। এ বছর চিংড়ি ভালো হয়নি। বিক্রির উপযোগী হওয়ার আগেই অজ্ঞাত কারণে চিংড়ি মরে যাচ্ছে। এরপরে দাম কমায় আরও বিপদে পড়েছি।’
একই এলাকার ঘের ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, বছরের প্রথম দিকে বাজার কিছুটা ভালো ছিল। বর্তমানে স্থানীয় বাজারে হাজার টাকার বাগদা ৬০০ টাকা, ৭০০ টাকার বাগদা সাড়ে ৪০০ টাকা। ফড়িয়া বা ব্যাপারীরা প্রতিনিয়ত ক্ষতি গুনছে। এরই মধ্যে দাম কমে যাওয়ায় চরম হতাশায় রয়েছি। সোলাদানার ঘের ব্যবসায়ী রেজাউল করিম জানান, আগে ৫০ পিসে কেজির বাগদা যেখানে ৫৫০ টাকায় বিক্রি করেছি, সেখানে এখন পাচ্ছি ৪৫০ টাকা। এ রকমভাবে প্রতি গ্রেটের বাগদা কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে গেছে।
চিংড়ি ব্যবসায়ী দীপংকর মণ্ডল জানান, ‘আমি মৎস্য কাটা থেকে বাগদা চিংড়ি কিনে দেশের খুলনা ও চট্টগ্রামে পাঠানো হয়। কোম্পানিতে চিংড়ির ভালো দাম পাচ্ছি না। এ জন্য চট্টগ্রামে খোলাবাজারে বিক্রির জন্য পাঠাচ্ছি। খোলাবাজারে এক মাসের ব্যবধানে ১০০ থেকে ১৫০ টাকা কমেছে।
পাইকগাছা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয় রিপন বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে চাষিরা লাভের মুখ দেখতে পারেন না। যখন বাজারে চিংড়ি বেশি থাকে। তখন কোম্পানির মালিকেরা দাম কমিয়ে দেন।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, এভাবে চিংড়ির দরপতন হলে শুধু স্থানীয় নয়, রাষ্ট্রও বৈদেশিক মুদ্রা অর্জনে ক্ষতিগ্রস্ত হবে। এমতাবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন চিংড়ি চাষের সঙ্গে সংশ্লিষ্টরা।
পাইকগাছা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, বাগদা চিংড়ি রপ্তানি প্রক্রিয়া এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় চিংড়ির দাম কিছুটা কমেছে। তবে রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক হলে দাম বাড়তে পারে।
খুলনার পাইকগাছায় বাগদা চিংড়ি কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চিংড়িচাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে দাম ভালো থাকলেও গত এক মাসে চিংড়ির দাম দফায় দফায় কমে যাওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না তাঁরা। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, পোনাসংকট, পোনার দাম বেশি, ভাইরাসজনিত মড়ক, জমির ইজারা মূল্য বেশি, দিনমজুরের ব্যাপক দাম—সব মিলিয়ে নানা কারণে চরম সংকটের মধ্যে রয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। বিষয়টি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন চিংড়িচাষি ও ব্যবসায়ীরা।
মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এ বছর পাইকগাছায় ১৭ হাজার ৭৫ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়েছে। ছোট-বড় ঘেরের সংখ্যা প্রায় চার হাজার। এই অঞ্চলের চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। চিংড়ি-অধ্যুষিত এই অঞ্চলে আশির দশক থেকে এর চাষ শুরু হয়। পাইকগাছা জেলার বৃহৎ একটি অংশজুড়ে চাষ হয় বাগদা চিংড়ি। উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের চিংড়িচাষি মোবারেক সরদার বলেন, ‘আমার পাঁচ-ছয়টি চিংড়িঘের রয়েছে। এ বছর চিংড়ি ভালো হয়নি। বিক্রির উপযোগী হওয়ার আগেই অজ্ঞাত কারণে চিংড়ি মরে যাচ্ছে। এরপরে দাম কমায় আরও বিপদে পড়েছি।’
একই এলাকার ঘের ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, বছরের প্রথম দিকে বাজার কিছুটা ভালো ছিল। বর্তমানে স্থানীয় বাজারে হাজার টাকার বাগদা ৬০০ টাকা, ৭০০ টাকার বাগদা সাড়ে ৪০০ টাকা। ফড়িয়া বা ব্যাপারীরা প্রতিনিয়ত ক্ষতি গুনছে। এরই মধ্যে দাম কমে যাওয়ায় চরম হতাশায় রয়েছি। সোলাদানার ঘের ব্যবসায়ী রেজাউল করিম জানান, আগে ৫০ পিসে কেজির বাগদা যেখানে ৫৫০ টাকায় বিক্রি করেছি, সেখানে এখন পাচ্ছি ৪৫০ টাকা। এ রকমভাবে প্রতি গ্রেটের বাগদা কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে গেছে।
চিংড়ি ব্যবসায়ী দীপংকর মণ্ডল জানান, ‘আমি মৎস্য কাটা থেকে বাগদা চিংড়ি কিনে দেশের খুলনা ও চট্টগ্রামে পাঠানো হয়। কোম্পানিতে চিংড়ির ভালো দাম পাচ্ছি না। এ জন্য চট্টগ্রামে খোলাবাজারে বিক্রির জন্য পাঠাচ্ছি। খোলাবাজারে এক মাসের ব্যবধানে ১০০ থেকে ১৫০ টাকা কমেছে।
পাইকগাছা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয় রিপন বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে চাষিরা লাভের মুখ দেখতে পারেন না। যখন বাজারে চিংড়ি বেশি থাকে। তখন কোম্পানির মালিকেরা দাম কমিয়ে দেন।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, এভাবে চিংড়ির দরপতন হলে শুধু স্থানীয় নয়, রাষ্ট্রও বৈদেশিক মুদ্রা অর্জনে ক্ষতিগ্রস্ত হবে। এমতাবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন চিংড়ি চাষের সঙ্গে সংশ্লিষ্টরা।
পাইকগাছা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, বাগদা চিংড়ি রপ্তানি প্রক্রিয়া এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় চিংড়ির দাম কিছুটা কমেছে। তবে রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক হলে দাম বাড়তে পারে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে