হিরামন মণ্ডল সাগর, বটিয়াঘাটা
উপকূলীয় এলাকা বটিয়াঘাটায় ভুট্টা ও সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য দেখিয়েছেন কয়েকজন কৃষক। কৃষি কর্মকর্তাদের পরামর্শে উপজেলার সাচিবুনিয়া ও শুড়িখালি গ্রামে এ দুটি ফসলের ভালো ফলন হয়েছে। এ সফলতায় চাষিদের আনন্দ দেখে অন্যরাও চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন।
জানা গেছে, উপজেলার উপকূলীয় এলাকার মাটি ও পানিতে লবণের উপস্থিতি আছে। সাধারণত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাটি ও পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়তে থাকে। এ সময় লবণাক্ততার পরিমাণ ১০ ডিএস/মিটার বা এর চেয়ে বেশি থাকে। ফলে এই পানিতে ফসল উৎপাদন হয় না বললেই চলে।
এই লবণাক্ত এলাকায় ভুট্টা ও সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য দেখিয়েছেন কৃষকেরা। তারা লবণ সহিষ্ণু ভুট্টা সুপার সাইন-২৭৬০ ও সূর্যমুখী হাইসন-৩৩ ও বারি-৩ চাষ করে চমক দেখিয়েছে। এ বীজের ভুট্টা ও সূর্যমুখী লবণ সহ্য করতে পারে।
ভুট্টা বিঘাপ্রতি উৎপাদন হয়েছে ১৫ থেকে ২০ মণ। প্রতি মণ বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকায়। সে হিসাবে বিঘাপ্রতি বিক্রি হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। অথচ বিঘাপ্রতি খরচ মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা। সূর্যমুখী বিঘাপ্রতি উৎপাদন হয় ৫ থেকে ৬ মণ। প্রতি মণ বিক্রি হয় ১৮ থেকে ২০ হাজার টাকায়। খরচ মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা। কৃষক অল্প খরচে বেশি লাভবান হওয়ার জন্য ভুট্টা ও সূর্যমুখী আবাদ করে যাচ্ছেন।
বটিয়াঘাটা উপজেলায় মার্চ, এপ্রিল, মে ও জুন মাসজুড়ে চলে ভুট্টা ও সূর্যমুখীর চাষাবাদ। এই সময় বেশির ভাগ জমি পতিত থাকে। কিন্তু লবণ সহনশীল ফসল বিশেষ করে ভুট্টা ও সূর্যমুখী চাষ করতে পারলেই এই সব জমিতে ভালো ফলন সম্ভব বলে মনে করেন কৃষিবিদেরা।
শুড়িখালী গ্রামের কৃষক মো. খোরশেদ আলী বলেন, দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ রায়ের পরামর্শে এবার ভুট্টার চাষ করেছি। অল্পদিনে ভালো লাভ পেয়েছি। ভুট্টা চাষের খরচ কম, লাভ বেশি। পানি কম লাগে, ফসল ভালো হয়। তিনি আরও বলেন, আশা করি আগামীতে বেশি করে জমিতে চাষাবাদ করব।
কৃষক হায়দার আলী বলেন, সূর্যমুখী ও ভুট্টার জমিতে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার কারার ফলে ফলন ভালো হয়েছে। ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে জমিতে সার ও সেচ কম লাগে। উপজেলার সাচিবুনিয়া ও শুড়িখালি গ্রামের কৃষক অমলেন্দু বিশ্বাস ও রাজু মিস্ত্রি বলেন, ভুট্টা ও সূর্যমুখী চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছি।
জাতীয় পুরস্কার প্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার জীবনানন্দ রায় বলেন, গত কয়েক বছর ধরে লবণাক্ত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন করা হচ্ছে। বিশেষ করে জমিতে ভার্মি কম্পোস্ট সার ও মালচিং ব্যবহার এবং লবণ সহনশীল ফসল ব্রিধান ৬৭, বিনা ধান-১০, তরমুজ, ভুট্টা ও সূর্যমুখীর আবাদ করা হয়েছে। যা চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বটিয়াঘাটা উপজেলায় কৃষকেরা লবণাক্ততা সহনশীল জাতের ধানের পাশাপাশি ভুট্টা ও সূর্যমুখী চাষ করে বেশ লাভবান হচ্ছেন। আগামীতে ব্যাপকভাবে এই ফসল চাষাবাদের আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
উপকূলীয় এলাকা বটিয়াঘাটায় ভুট্টা ও সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য দেখিয়েছেন কয়েকজন কৃষক। কৃষি কর্মকর্তাদের পরামর্শে উপজেলার সাচিবুনিয়া ও শুড়িখালি গ্রামে এ দুটি ফসলের ভালো ফলন হয়েছে। এ সফলতায় চাষিদের আনন্দ দেখে অন্যরাও চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন।
জানা গেছে, উপজেলার উপকূলীয় এলাকার মাটি ও পানিতে লবণের উপস্থিতি আছে। সাধারণত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাটি ও পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়তে থাকে। এ সময় লবণাক্ততার পরিমাণ ১০ ডিএস/মিটার বা এর চেয়ে বেশি থাকে। ফলে এই পানিতে ফসল উৎপাদন হয় না বললেই চলে।
এই লবণাক্ত এলাকায় ভুট্টা ও সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য দেখিয়েছেন কৃষকেরা। তারা লবণ সহিষ্ণু ভুট্টা সুপার সাইন-২৭৬০ ও সূর্যমুখী হাইসন-৩৩ ও বারি-৩ চাষ করে চমক দেখিয়েছে। এ বীজের ভুট্টা ও সূর্যমুখী লবণ সহ্য করতে পারে।
ভুট্টা বিঘাপ্রতি উৎপাদন হয়েছে ১৫ থেকে ২০ মণ। প্রতি মণ বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকায়। সে হিসাবে বিঘাপ্রতি বিক্রি হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। অথচ বিঘাপ্রতি খরচ মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা। সূর্যমুখী বিঘাপ্রতি উৎপাদন হয় ৫ থেকে ৬ মণ। প্রতি মণ বিক্রি হয় ১৮ থেকে ২০ হাজার টাকায়। খরচ মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা। কৃষক অল্প খরচে বেশি লাভবান হওয়ার জন্য ভুট্টা ও সূর্যমুখী আবাদ করে যাচ্ছেন।
বটিয়াঘাটা উপজেলায় মার্চ, এপ্রিল, মে ও জুন মাসজুড়ে চলে ভুট্টা ও সূর্যমুখীর চাষাবাদ। এই সময় বেশির ভাগ জমি পতিত থাকে। কিন্তু লবণ সহনশীল ফসল বিশেষ করে ভুট্টা ও সূর্যমুখী চাষ করতে পারলেই এই সব জমিতে ভালো ফলন সম্ভব বলে মনে করেন কৃষিবিদেরা।
শুড়িখালী গ্রামের কৃষক মো. খোরশেদ আলী বলেন, দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ রায়ের পরামর্শে এবার ভুট্টার চাষ করেছি। অল্পদিনে ভালো লাভ পেয়েছি। ভুট্টা চাষের খরচ কম, লাভ বেশি। পানি কম লাগে, ফসল ভালো হয়। তিনি আরও বলেন, আশা করি আগামীতে বেশি করে জমিতে চাষাবাদ করব।
কৃষক হায়দার আলী বলেন, সূর্যমুখী ও ভুট্টার জমিতে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার কারার ফলে ফলন ভালো হয়েছে। ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে জমিতে সার ও সেচ কম লাগে। উপজেলার সাচিবুনিয়া ও শুড়িখালি গ্রামের কৃষক অমলেন্দু বিশ্বাস ও রাজু মিস্ত্রি বলেন, ভুট্টা ও সূর্যমুখী চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছি।
জাতীয় পুরস্কার প্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার জীবনানন্দ রায় বলেন, গত কয়েক বছর ধরে লবণাক্ত ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন করা হচ্ছে। বিশেষ করে জমিতে ভার্মি কম্পোস্ট সার ও মালচিং ব্যবহার এবং লবণ সহনশীল ফসল ব্রিধান ৬৭, বিনা ধান-১০, তরমুজ, ভুট্টা ও সূর্যমুখীর আবাদ করা হয়েছে। যা চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বটিয়াঘাটা উপজেলায় কৃষকেরা লবণাক্ততা সহনশীল জাতের ধানের পাশাপাশি ভুট্টা ও সূর্যমুখী চাষ করে বেশ লাভবান হচ্ছেন। আগামীতে ব্যাপকভাবে এই ফসল চাষাবাদের আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে