Ajker Patrika

দেওয়ানগঞ্জে কাঙ্ক্ষিত বৃষ্টিতে কৃষকের হাসি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দেওয়ানগঞ্জে কাঙ্ক্ষিত বৃষ্টিতে কৃষকের হাসি

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত তাপমাত্রা ও পানির অভাবে মাঠ শুকিয়ে যাওয়ায় আমনের ফলন নিয়ে শঙ্কায় ছিলেন চাষিরা। এর ওপর হঠাৎ জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধি শঙ্কা আরও বাড়িয়ে দেয়। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ভয়ে অনেক চাষিই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। পানির অভাব থাকলেও শ্যালো মেশিনে সেচ দিয়ে ৮ হাজার 
৪০০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়।

উপজেলার চর কালিকাপুর গ্রামের চাষি আব্দুল কাইয়ুম বলেন, ‘রোপা আমন চাষ প্রকৃতির পানির ওপর নির্ভরশীল। এ বছর পানির অভাবে বাড়তি অর্থ ব্যয় করতে হয়েছে আমাদের। এর মধ্যে জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।’

এদিকে বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে আমন খেতে পানি জমেছে। তপ্ত রোদে পুড়ে যাওয়া ধানগাছে ফিরেছে সতেজতা। পানির অভাবে যেসব জমিতে চাষিরা আমনের চারা রোপণ করতে পারেননি, বৃষ্টি হওয়ায় তাঁরা চাষের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার গড়ে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে স্বচ্ছন্দে আমন চাষ করতে পারবেন কৃষকেরা। কৃত্রিম উপায়ে পানি সেচে বাড়তি অর্থ ব্যয় করতে হবে না তাঁদের।

চাষি আব্দুর রউফ বলেন, ‘শ্যালো মেশিন বসিয়ে কৃত্রিম উপায়ে পানি সেচ দিয়ে পাঁচ বিঘা জমিতে আমন চাষ করেছি। বাড়তি দামে ডিজেল ও সার কেনার খরচ জোগাতে ভোগান্তি পোহাতে হয়েছে। তবে টানা বৃষ্টি হওয়ায় খেতে পানি জমেছে। এতে আমন চাষে হতাশা কেটেছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, টানা বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটেছে। চলতি বছর এ অঞ্চলে আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা ছিল। 
তবে বৃষ্টি হওয়ায় সে শঙ্কা দূর হয়েছে। চাষিরা ফেলে রাখা জমিতেও রোপা আমন চাষ করতে শুরু করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত