ভারতীয় সংসদে বিরোধীদের হইচই, আদানি বিতর্কে তৃতীয় দিনের জন্য কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৩: ৫৭
Thumbnail image
ভারতীয় পার্লামেন্ট। ফাইল ছবি

ভারতীয় সংসদের উভয় কক্ষ আজ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। বিরোধীদের এই দাবির পরিপ্রেক্ষিতে সংসদ কার্যক্রম পুনরায় চালু হওয়া অনিশ্চিত রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস জৈনকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এ অর্থ ভারতীয় সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

কংগ্রেস দলের সংসদ সদস্য মানিকাম ঠাকুর বলেছেন, ‘আমরা চাই সংসদে এ বিষয়ে আলোচনা হোক। এটি তৃতীয় দিন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে উত্তর দাবি করছি।’

আদানি গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: আরব নিউজ
আদানি গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: আরব নিউজ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আদানি গ্রুপকে সুরক্ষা দেওয়ার এবং ভারতের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে। তবে মোদি ও বিজেপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে।

সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি জানিয়েছে যে, আদানিকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল গত মঙ্গলবার বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে। তাকে নিজেকে রক্ষা করতে দিন। আমরা শিল্পপতিদের বিরুদ্ধে নই এবং তাদের জাতি গঠনে সহযোগী মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত