অনলাইন ডেস্ক
মিয়ানমারের বিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) বলেছে, চীন তাদের সীমান্তবর্তী বর্মিজ রাজ্যগুলোর বিদ্রোহীদের যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিলেও ‘বিপ্লবের গতিপথ’ বদলাবে না। জাতীয় ঐক্যের সরকারের পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং এই কথা বলেছেন। এদিকে, চীনের সীমান্ত সংলগ্ন মিয়ানমারে কাচিন রাজ্যে তীব্র লড়াইয়ের কারণে সেখানকার খনিজ পদার্থের খনিগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। যার ফলে, বেড়েছে খনিজের দাম।
মিয়ানমারের সংবাদমাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যগুলোর বিদ্রোহীদের জান্তাবাহিনীর বিরুদ্ধে লড়াই বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। আর এ কারণে জান্তা সরকারের বিরোধী জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে চীনের সম্পর্ক বেশ খানিকটা ‘ভেঙে পড়েছে’।
জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে চীনের সম্পর্কে আঁচ লেগেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং বলেন, ‘আমরা সীমান্তে স্থিতিশীলতা ও শান্তির আকাঙ্ক্ষার গুরুত্ব বুঝি। যা হোক, এটি এমন কিছু নয়, যা দ্রুত সমাধান করা সম্ভব।’ জিন মার অং কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ), কারেনি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টি (কেএনপিপি) এবং চিন ন্যাশনাল ফ্রন্টের (সিএনএফ) এক যৌথ সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার এ কথা বলেন।
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)—তিন বিদ্রোহী বাহিনী মিলে গত বছরে গঠন করে ব্রাদারহুড অ্যালায়েন্স। এই ব্রাদারহুড অ্যালায়েন্স এবং কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) মিলে চীন-মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকাই জান্তা সরকারের কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর, গত মাসে চীন মিয়ানমারের সঙ্গে সব ধরনের সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয়।
এদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, কাচিন স্পেশাল রিজিয়ন ১-এ গত সেপ্টেম্বর মাসে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) আক্রমণ চালানোর পর থেকে স্থানীয় সরবরাহকারীরা বিরল মৃত্তিকা খনিজের দাম বাড়িয়ে দিয়েছে। মিয়ানমারের বেশির ভাগ বিরল খনিজ এই অঞ্চলে অবস্থিত। কাচিন সীমান্ত রক্ষীবাহিনী (বিজিএফ) মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে এসব খনি নিয়ন্ত্রণ করে।
চীনের সাধারণ শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, লড়াইয়ের কারণে মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজের খনিগুলো বন্ধ আছে অনেক দিন ধরেই। গত মাস থেকে কাচিন রাজ্যের সঙ্গে চীনের স্থল বন্দরগুলোও বন্ধ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মিয়ানমার থেকে চীনে ৩১ হাজার টনের বেশি ভারী বিরল মৃত্তিকা খনিজ রপ্তানি হয়েছে। যার মূল্য ৬৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে চীনে বিরল মৃত্তিকা খনিজ রপ্তানি প্রতি বছরই বেড়েছে, এমনকি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পরও। বৈশ্বিক বিরল মৃত্তিকা খনিজ সরবরাহের ৫০ শতাংশের বেশি মিয়ানমারের। গত বছর মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজ শিল্পের মূল্য ছিল প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার।
মিয়ানমারের বিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) বলেছে, চীন তাদের সীমান্তবর্তী বর্মিজ রাজ্যগুলোর বিদ্রোহীদের যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিলেও ‘বিপ্লবের গতিপথ’ বদলাবে না। জাতীয় ঐক্যের সরকারের পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং এই কথা বলেছেন। এদিকে, চীনের সীমান্ত সংলগ্ন মিয়ানমারে কাচিন রাজ্যে তীব্র লড়াইয়ের কারণে সেখানকার খনিজ পদার্থের খনিগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। যার ফলে, বেড়েছে খনিজের দাম।
মিয়ানমারের সংবাদমাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যগুলোর বিদ্রোহীদের জান্তাবাহিনীর বিরুদ্ধে লড়াই বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। আর এ কারণে জান্তা সরকারের বিরোধী জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে চীনের সম্পর্ক বেশ খানিকটা ‘ভেঙে পড়েছে’।
জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে চীনের সম্পর্কে আঁচ লেগেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং বলেন, ‘আমরা সীমান্তে স্থিতিশীলতা ও শান্তির আকাঙ্ক্ষার গুরুত্ব বুঝি। যা হোক, এটি এমন কিছু নয়, যা দ্রুত সমাধান করা সম্ভব।’ জিন মার অং কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ), কারেনি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টি (কেএনপিপি) এবং চিন ন্যাশনাল ফ্রন্টের (সিএনএফ) এক যৌথ সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার এ কথা বলেন।
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)—তিন বিদ্রোহী বাহিনী মিলে গত বছরে গঠন করে ব্রাদারহুড অ্যালায়েন্স। এই ব্রাদারহুড অ্যালায়েন্স এবং কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) মিলে চীন-মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকাই জান্তা সরকারের কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর, গত মাসে চীন মিয়ানমারের সঙ্গে সব ধরনের সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয়।
এদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, কাচিন স্পেশাল রিজিয়ন ১-এ গত সেপ্টেম্বর মাসে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) আক্রমণ চালানোর পর থেকে স্থানীয় সরবরাহকারীরা বিরল মৃত্তিকা খনিজের দাম বাড়িয়ে দিয়েছে। মিয়ানমারের বেশির ভাগ বিরল খনিজ এই অঞ্চলে অবস্থিত। কাচিন সীমান্ত রক্ষীবাহিনী (বিজিএফ) মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে এসব খনি নিয়ন্ত্রণ করে।
চীনের সাধারণ শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, লড়াইয়ের কারণে মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজের খনিগুলো বন্ধ আছে অনেক দিন ধরেই। গত মাস থেকে কাচিন রাজ্যের সঙ্গে চীনের স্থল বন্দরগুলোও বন্ধ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মিয়ানমার থেকে চীনে ৩১ হাজার টনের বেশি ভারী বিরল মৃত্তিকা খনিজ রপ্তানি হয়েছে। যার মূল্য ৬৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে চীনে বিরল মৃত্তিকা খনিজ রপ্তানি প্রতি বছরই বেড়েছে, এমনকি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পরও। বৈশ্বিক বিরল মৃত্তিকা খনিজ সরবরাহের ৫০ শতাংশের বেশি মিয়ানমারের। গত বছর মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজ শিল্পের মূল্য ছিল প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার।
পশ্চিমবঙ্গের কলকাতায় ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর জয় স্মরণে এই অনুষ্ঠান আয়োজিত হবে।
২৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে এক দিনে ৩৯ জন আমেরিকানকে নির্বাহী আদেশে ক্ষমা করেছেন এবং প্রায় ১ হাজার ৫০০ জনের সাজা কমিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক ‘প্রেসিডেন্সিয়াল ক্ষমা’র সিদ্ধান্ত।
১ ঘণ্টা আগেমার্কিন নাগরিক ট্র্যাভিস টিমারম্যান পায়ে হেঁটে সিরিয়ায় প্রবেশ করেছিলেন। পরে তাঁকে আটক করে কারাগারে পাঠায় সরকারি বাহিনী। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হলে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরব নতুন ১১টি স্টেডিয়াম নির্মাণ করবে। এর মধ্যে রয়েছে ৯২ হাজার আসন বিশিষ্ট কিং সালমান স্টেডিয়াম। এটির অবস্থান হবে রিয়াদে। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচের কেন্দ্রবিন্দু হবে হবে এই মাঠ।
২ ঘণ্টা আগে