কলকাতা প্রতিনিধি
ভারতে চরম উদ্বেগের মধ্যে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। বছরের প্রথম দিনই করোনা সংক্রমণের হার বেড়েছে ৩৫ শতাংশ। ইতিমধ্যে টিকা নেওয়ার পরও করোনার নতুন ধরন ওমিক্রনে মৃত্যু হয়েছে ২ জনের। পশ্চিমবঙ্গসহ ২৩টি রাজ্যে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।
ভারতে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৪৩১। পশ্চিমবঙ্গে ১৭। মহারাষ্ট্রে অন্তত ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। ইংরেজি নববর্ষ পালন পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলতে পারে। এরই মধ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ।
ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থাতেও মানুষ মেতে উঠেছে উৎসবে। সামনেই ভারতের ৫ রাজ্যে বিধানসভার ভোট। সঙ্গে চলছে রাজ্যে রাজ্যে পৌর ও গ্রামাঞ্চলের স্বশাসিত পর্ষদের নির্বাচনও। ফলে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই হবে ভোট। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচার শুরু করে দিয়েছেন। ফলে দূরত্ববিধির বালাই থাকছে না। সংক্রমণ বাড়ছে। তাই নতুন করে লকডাউনের আশঙ্কাও বেড়ে চলেছে।
এদিকে ভারতের প্রতিটি নাগরিক করোনার টিকা না পাওয়ার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারকেই দায়ী করছেন। অন্যদিকে বিজেপি করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাফল্য প্রচারে ব্যস্ত। সরকার ও বিরোধীদের প্রচারের মাঝে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন করোনায় মারা গিয়েছেন। তবে গোটা দেশে টিকার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতে, আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ।
ভারতে চরম উদ্বেগের মধ্যে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। বছরের প্রথম দিনই করোনা সংক্রমণের হার বেড়েছে ৩৫ শতাংশ। ইতিমধ্যে টিকা নেওয়ার পরও করোনার নতুন ধরন ওমিক্রনে মৃত্যু হয়েছে ২ জনের। পশ্চিমবঙ্গসহ ২৩টি রাজ্যে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।
ভারতে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৪৩১। পশ্চিমবঙ্গে ১৭। মহারাষ্ট্রে অন্তত ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। ইংরেজি নববর্ষ পালন পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলতে পারে। এরই মধ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ।
ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থাতেও মানুষ মেতে উঠেছে উৎসবে। সামনেই ভারতের ৫ রাজ্যে বিধানসভার ভোট। সঙ্গে চলছে রাজ্যে রাজ্যে পৌর ও গ্রামাঞ্চলের স্বশাসিত পর্ষদের নির্বাচনও। ফলে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। কিন্তু ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই হবে ভোট। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচার শুরু করে দিয়েছেন। ফলে দূরত্ববিধির বালাই থাকছে না। সংক্রমণ বাড়ছে। তাই নতুন করে লকডাউনের আশঙ্কাও বেড়ে চলেছে।
এদিকে ভারতের প্রতিটি নাগরিক করোনার টিকা না পাওয়ার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারকেই দায়ী করছেন। অন্যদিকে বিজেপি করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাফল্য প্রচারে ব্যস্ত। সরকার ও বিরোধীদের প্রচারের মাঝে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন করোনায় মারা গিয়েছেন। তবে গোটা দেশে টিকার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতে, আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
১৮ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে