ক্রীড়া ডেস্ক
শামীম হোসেন পাটোয়ারী দেখাচ্ছেন, এভাবেও ফিরে আসা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়েই বাংলাদেশ আজ গড়েছে ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ।
সেন্ট ভিনসেন্টে আজ টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৬.১ ওভারে ৭ উইকেটে ৮৮ রান। ওভারপ্রতি ৬ রান তোলাই যখন কঠিন, তখনই তাণ্ডব চালানো শুরু করেন শামীম। আট নম্বরে নেমে ১৭ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিবের সঙ্গে শামীমের ২৩ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটিতেই বাংলাদেশ করেছে ১২৯ রান। ২৭ রানে বাংলাদেশ ম্যাচ জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শামীম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক দিন পর জাতীয় দলে ফিরে খুব ভালো লাগছে। ফিনিশার হিসেবে আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই বিসিবির কোচিং সেটাপে পুনরায় যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ক্যারিবীয় সফরে গিয়ে ব্যাটিং কোচ বনে যাওয়া সালাহউদ্দিন নেটে শিষ্যদের নিয়ে অনেক কাজ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আজ গণমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গেও জিজ্ঞেস করা হয়েছে শামীমকে। মাথায় হাত দিয়ে সালাহউদ্দিন স্যার কী বলেছিলেন, এই প্রশ্নের পর শামীমের উত্তর, ‘না, সালাহউদ্দিন স্যার তেমন কিছু বলেননি। এমনিতেই মাথায় হাত দিয়েছেন। বলেছেন, ভালো ব্যাটিং করেছ।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শামীম ব্যাটিং করেছিলেন সাত নম্বরে। ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ঝোড়ো ইনিংসেই সেন্ট ভিনসেন্টে পরশু বাংলাদেশ পেয়েছিল ১৪৭ রানের পুঁজি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই রকম পজিশনে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছেন শামীম। ম্যাচ শেষে সাংবাদিকদের ২৪ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘দল যেমনই থাকুক, সব সময় চিন্তা করি নিজের মতো খেলতে পারলে দল অনেক ওপরে উঠবে। ইতিবাচক চিন্তাভাবনা করি সব সময়।’
২০২১ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শামীমের। অভিষেকের পর সাড়ে তিন বছরে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৪ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি। ধারাবাহিক না হওয়ায় জাতীয় দলে থিতু হতে পারছেন না তিনি। এই ব্যাপারে দুশ্চিন্তাও করছেন না শামীম, ‘বাদ পড়ার ব্যাপারে চিন্তা করি না। ইতিবাচক থাকতে পছন্দ করি। খুশি থাকতে পছন্দ করি। যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারব, এই আত্মবিশ্বাস ছিল আমার।’
শামীম হোসেন পাটোয়ারী দেখাচ্ছেন, এভাবেও ফিরে আসা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়েই বাংলাদেশ আজ গড়েছে ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ।
সেন্ট ভিনসেন্টে আজ টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৬.১ ওভারে ৭ উইকেটে ৮৮ রান। ওভারপ্রতি ৬ রান তোলাই যখন কঠিন, তখনই তাণ্ডব চালানো শুরু করেন শামীম। আট নম্বরে নেমে ১৭ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিবের সঙ্গে শামীমের ২৩ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটিতেই বাংলাদেশ করেছে ১২৯ রান। ২৭ রানে বাংলাদেশ ম্যাচ জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শামীম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক দিন পর জাতীয় দলে ফিরে খুব ভালো লাগছে। ফিনিশার হিসেবে আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই বিসিবির কোচিং সেটাপে পুনরায় যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ক্যারিবীয় সফরে গিয়ে ব্যাটিং কোচ বনে যাওয়া সালাহউদ্দিন নেটে শিষ্যদের নিয়ে অনেক কাজ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আজ গণমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গেও জিজ্ঞেস করা হয়েছে শামীমকে। মাথায় হাত দিয়ে সালাহউদ্দিন স্যার কী বলেছিলেন, এই প্রশ্নের পর শামীমের উত্তর, ‘না, সালাহউদ্দিন স্যার তেমন কিছু বলেননি। এমনিতেই মাথায় হাত দিয়েছেন। বলেছেন, ভালো ব্যাটিং করেছ।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শামীম ব্যাটিং করেছিলেন সাত নম্বরে। ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ঝোড়ো ইনিংসেই সেন্ট ভিনসেন্টে পরশু বাংলাদেশ পেয়েছিল ১৪৭ রানের পুঁজি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই রকম পজিশনে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছেন শামীম। ম্যাচ শেষে সাংবাদিকদের ২৪ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘দল যেমনই থাকুক, সব সময় চিন্তা করি নিজের মতো খেলতে পারলে দল অনেক ওপরে উঠবে। ইতিবাচক চিন্তাভাবনা করি সব সময়।’
২০২১ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শামীমের। অভিষেকের পর সাড়ে তিন বছরে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৪ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি। ধারাবাহিক না হওয়ায় জাতীয় দলে থিতু হতে পারছেন না তিনি। এই ব্যাপারে দুশ্চিন্তাও করছেন না শামীম, ‘বাদ পড়ার ব্যাপারে চিন্তা করি না। ইতিবাচক থাকতে পছন্দ করি। খুশি থাকতে পছন্দ করি। যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারব, এই আত্মবিশ্বাস ছিল আমার।’
অফফর্মের বৃত্ত থেকে লিটন দাস বেরিয়ে আসতে পারছেন না কিছুতেই। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে পাঁচ ম্যাচের কোনোটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন।
৩৩ মিনিট আগেবাংলাদেশের বিপক্ষে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচের দুটিতেই হেরেছে উইন্ডিজ। তাতে এক বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে ক্যারিবীয়দের।
১ ঘণ্টা আগেব্রিসবেনের গ্যাবায় ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা করমর্দনে ব্যস্ত। বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্ট ড্র হওয়ার কিছুক্ষণ পরই সবাইকে চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অশ্বিন।
৪ ঘণ্টা আগেব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।
৫ ঘণ্টা আগে