Ajker Patrika

সবচেয়ে জনপ্রিয় নারী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২: ৩৪
সবচেয়ে জনপ্রিয় নারী

ইনস্টাগ্রামে এখন সবচেয়ে জনপ্রিয় নারী ২৪ বছর বয়স্ক কাইলি জেনার। পেশায় আমেরিকান মডেল। একজন উদ্যোক্তাও তিনি।

ইনস্টাগ্রামে কাইলির অনুসারীর সংখ্যা ৩০ কোটি। কিছুদিন আগে পর্যন্ত ইনস্টাগ্রামে তাঁর থেকে এগিয়ে ছিলেন আমেরিকার পপগায়িকা আরিয়ানা গ্রান্দে। কাইলি তাঁকেও পেছনে ফেলে দিয়েছেন। এই প্রথম কোনো নারী তারকার অনুসারীর সংখ্যা ৩০ কোটি ছাড়াল ইনস্টাগ্রামে।

শুধু নারী তালিকার শীর্ষেই নয়, পুরুষ ও নারী তারকাদের মিলিত তালিকায়ও কাইলি রয়েছেন ২ নম্বরে। তাঁর থেকে এগিয়ে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

মাত্র ২১ বছর বয়সেই ১০০ কোটির সম্পত্তি বানিয়েছেন কাইলি। ওই বিপুল সম্পত্তির পুরোটাই তাঁর নিজের উপার্জিত। যদিও কাইলির মা, বাবা, ভাইবোন প্রত্যেকেই তারকা। প্রত্যেকেই বিপুল সম্পত্তির মালিক।

বিশ্ববিখ্যাত কার্দেশিয়ান-জেনার পরিবারের কনিষ্ঠতম সদস্য কাইলি। আমেরিকান সুপার মডেল কিম কার্দেশিয়ান তাঁর সৎ বোন। মা ক্রিস জেনার জনপ্রিয় টিভি তারকা। বাবা ব্রুস জেনার অ্যাথলেট।

কাইলি জেনার২০০৭ সালে মাত্র ১০ বছর বয়সে পর্দায় আত্মপ্রকাশ করেন কাইলি। টেলিভিশন সিরিজ ‘কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ান’ সিরিজের গল্প তাঁদের পরিবারকে নিয়েই। সেখানেই প্রথম দেখা যায় কাইলিকে।

কাইলি শুধু মডেলিংয়েই নিজেকে আটকে রাখেননি, বোন কেন্ডেলের সঙ্গে মিলে নিজেদের ব্র্যান্ড তৈরি করেছেন। প্রসাধনী ব্র্যান্ড ‘কাইলি লিপ অ্যান্ড কিটস’-এর বার্ষিক আয় এখন ৩৩ কোটি ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত