Ajker Patrika

আপেল-কলার খরগোশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ৫৬
আপেল-কলার খরগোশ

এখন খুব সকালে স্কুলে যেতে হয়। ঠিকঠাক নাশতা করছ তো? শোনো, সব ধরনের খাবারই খেতে হবে। সবজি ও ফলমূল খেতে হবে প্রতিদিন। সকালে স্কুল ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে বিকেলের দিকে মায়ের সাহায্য নিয়ে মজার মজার ফুড আর্ট বানিয়ে নিতে পারো। চলো, আজ সবজি ও ফল দিয়ে খরগোশ বানিয়ে ফেলি। খরগোশ বানাতে লাগবে—একটি আপেল, অর্ধেক কলা, ছোট আকারের গাজর, একটি কালো আঙুর ও একটি স্ট্রবেরি।

ভাবছ কীভাবে বানাবে? দাঁড়াও বলছি। প্রথমে একটি সবুজ আপেল থেকে গোল করে এক ফালি আপেল কেটে নাও। এবার এটি প্লেটের মাঝ বরাবর বসিয়ে নাও। তারপর একটি কালো আঙুর মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নাও। আঙুরের টুকরো দুটি প্লেটে রাখা আপেলের ওপরের দিকে বসিয়ে দাও। হয়ে গেল খরগোশের চোখ। তার নিচে বসিয়ে দাও টুকরো করে কাটা স্ট্রবেরি। এবার স্ট্রবেরি যেখানে বসিয়েছ, তার দুপাশে চিকন সুতার মতো করে গাজর কেটে বসিয়ে দাও। হয়ে গেল খরগোশের গোঁফ। সবশেষে অর্ধেক কলা লম্বালম্বিভাবে কেটে খরগোশের কান বানিয়ে দাও। ব্যস, হয়ে গেল তোমার পছন্দের খরগোশের মুখ। খুব সহজভাবে এটি বানাতে পারবে। আর বন্ধুদেরও শেখাতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত