Ajker Patrika

প্রাকৃতিক কীটনাশক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২২, ০৮: ৫৩
প্রাকৃতিক কীটনাশক

বারান্দা বা ছাদবাগানের জন্য বাজারের কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করুন। এগুলো প্রকৃতিবান্ধব এবং ঘরেই তৈরি করা সম্ভব।

ডিটারজেন্ট ও পানির মিশ্রণ
পানির সঙ্গে ডিটারজেন্ট ভালোমতো মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর গাছে ছিটিয়ে দিন। গাছে অনেক সময় ছোট ছোট সাদা পোকা আসে। সেগুলো দূর করবে এই কীটনাশক।

রসুনের পানি
একটা গোটা রসুন বেটে বা ব্লেন্ড করে এক ঘণ্টা রেখে দিন। তারপর ছেঁকে রস বের করে তার সঙ্গে ১ টেবিল চামচ তরল সাবান মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। একটু পানি মেশান। আক্রান্ত পাতার দুই পাশেই স্প্রে করুন এই কীটনাশক।

আদা ও মরিচবাটা মেশানো পানি
একটি স্প্রে বোতলে পানির সঙ্গে আদার রস ও মরিচবাটা মিশিয়ে নিন। এই মিশ্রণ গাছে স্প্রে করুন। এই স্প্রে আপনার গাছকে বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা করবে।

সূত্র: এনডিটিভি ফুড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত