Ajker Patrika

ঢাকার শিল্পীদের সঙ্গে বলিউডের নারগিস ফাখরি

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১০: ৫২
ঢাকার শিল্পীদের সঙ্গে বলিউডের নারগিস ফাখরি

বাংলাদেশ থেকে ১৫ জনের বেশি তারকা যাচ্ছেন নিউইয়র্কে। সেখানে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে যোগ দেবেন তাঁরা। তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, মামনুন ইমন, মেহ্‌জাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, শাহনাজ খুশি, ফারিয়া শাহরিন, পলাশ, নির্মাতা মোস্তফা কামাল রাজ, সংগীতশিল্পী তাহসান, দিনাত জাহান মুন্নি, রিজিয়া পারভীনদের মতো তারকাদের নাম। বাংলাদেশের এসব শিল্পীর সঙ্গে একই মঞ্চে থাকবেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি।

চঞ্চল চৌধুরীবাংলাদেশ থেকে আমন্ত্রিত অনেক তারকা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। কেউ কেউ গতকাল ঢাকা ছেড়েছেন। অনুষ্ঠানের আয়োজক আলমগীর আলম খান জানিয়েছেন, ১৬ অক্টোবর কুইন্সের আমাজুরা হলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বসবে বর্ণাঢ্য এ আসর। যেহেতু এটি একটি পুরস্কারের মঞ্চ, তাই সম্মাননা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। শিল্পীরা কেউ গাইবেন, কেউ জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন।

মেহ্জাবীনএবার আয়োজিত হচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর। দুই দশকে পা রেখেছে আয়োজনটি, তাই অন্যবারের তুলনায় আরও বড় পরিসরে উদ্‌যাপনের পরিকল্পনা করেছেন আয়োজকেরা। এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বলিউডের নারগিস ফাখরি। আয়োজনে অংশ নিতে তিনি এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। অনুষ্ঠানে বেশ কয়েকটি গানে পারফর্ম করবেন ফাখরি। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাজুরা হলে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি আসছি। বাংলাদেশের শিল্পীদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি।’

তাসনিয়া ফারিণঅনুষ্ঠানের আয়োজক আলমগীর আলম খান বলেন, ‘যেহেতু এবার ২০তম আসর আমাদের, তাই একটু অন্যভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। বলিউডের নারগিস ফাখরিসহ ১৯ শিল্পী এ আয়োজনে যোগ দিচ্ছেন।’ তিনি জানান, আগামী বছর থেকে এ অনুষ্ঠানে সিনেমা, টিভি ও মঞ্চের অভিনয়শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্র-বিনোদন সাংবাদিকতার জন্যও অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এবারের আসরে অতিথি হিসেবে শাকিব খানকেও চেয়েছিল আয়োজক প্রতিষ্ঠান। তবে চলতি মাসের শুরুর দিকে চিত্রনায়ক জানিয়ে দেন, এখনই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না তিনি।

 তানজিন তিশা ও তাহসানযাওয়ার কথা ছিল পূজা চেরিরও। আয়োজনের অতিথি তালিকায় তাঁর নামটি এখনো আছে। কিন্তু দুই দিন আগে পূজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত তিনিও বাতিল করেছেন।

অথচ নিউইয়র্কের এ অনুষ্ঠান নিয়ে খুবই আগ্রহী ছিলেন পূজা। যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন। তাহলে হঠাৎ কী হলো তিনি যাওয়ার পরিকল্পনা থেকে সরে এলেন? প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, তাঁর হঠাৎ শুটিং পড়ে গেছে। ‘পরী’ নামে একটি ওয়েব ফিল্ম করেছিলেন। একই সঙ্গে সেটির একটি অনুষ্ঠানেও তাঁকে যোগ দিতে হবে। অভিনেত্রী হিসেবে তাই আপাতত যুক্তরাষ্ট্রে যাওয়ার চেয়ে নিজের সিনেমার প্রমোশনকে অগ্রাধিকার দিচ্ছেন পূজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত