বিশ্বকাপ এলেই যেন অন্য এক দলে পরিণত হয় জার্মানি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের অন্যতম সফল দলও তারা। ফেবারিট হিসেবেই প্রতিটি বিশ্বকাপ শুরু করে জার্মানরা। তবে এবার পরিস্থিতি যেমন হওয়ার কথা, তেমনটা নয়। বিশ্বকাপের আগে তারা নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে মাঠে নামবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বিপক্ষে।
ওমানের রাজধানী মাসকাটে সুলতান কুদুস স্পোর্টস কমপ্লেক্সে মাঠে নামার আগে জার্মানদের ফর্মের হিসাব খুলে বসলে কিছুটা চমকাতেই হবে। সবশেষ ছয় ম্যাচে যাদের জয়ের সংখ্যা মাত্র একটি। কে বলবে, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা? বিশ্বকাপ বাছাইয়ে হ্যানসি ফ্লিকের দলের রেকর্ড অবশ্য বেশ চমৎকার ছিল। ১০ ম্যাচের ৯টিতেই জয় পেয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। কিন্তু উয়েফা নেশনস লিগ বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এসেই যেন খেই হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। পঞ্চম বিশ্বকাপ জয়ের মিশন শুরুর আগে ফর্মে ফেরার তাগিদ তাই সবচেয়ে বেশি জার্মানদেরই।
শক্তির বিচারে জার্মানরা ওমানের চেয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৫তম অবস্থায় থাকলেও কখনোই বিশ্বকাপ খেলেনি মধ্যপ্রাচ্যের এই দেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অবশ্য জার্মানদের চেয়ে এগিয়ে ওমানই। সবশেষ ছয় ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য নামমাত্র। ১৯৯৮ সালে নিজেদের একমাত্র লড়াইয়ে ২-০ গোলে জয় পেয়েছিল ম্যানুয়েল নয়্যারদের পূর্বসূরিরা।
বিশ্বকাপে অংশ নেওয়ার হিসাবে ব্যর্থই বলা যায় ওমানকে। অন্যদিকে প্রথম আসরে অংশগ্রহণ না করা জার্মানি ফুটবল দল ১৯৫০-এর আসরে নিষিদ্ধ থাকায় বিশ্বকাপ খেলতে পারেনি। এ ছাড়া বিশ্বকাপের সব আসরেই খেলেছে তারা। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা অবশ্য রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। কিন্তু এবার তাদেরও লক্ষ্য শিরোপা জয়। কোচ ফ্লিক অবশ্য এখনই বিশ্বকাপ নিয়ে আলোচনার দিকে যেতে চান না। তাঁর মনোযোগ ম্যাচ বাই ম্যাচ। দলের খেলোয়াড়দের ফর্মে ফেরার তাগিদই বেশি তাঁর। ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচ হলেও জয় ছাড়া কিছুই ভাবছেন না ন্যয়ার-মুলাররা।
কাতার বিশ্বকাপের আগে হ্যানসি ফ্লিকের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘নাম্বার নাইন’। চোটে পড়ে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন টিমো ভের্নার। তাঁর জায়গায় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ের্ডার ব্রেমেনের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড নিকোলাস ফুলক্রুগ। তাঁকে বাজিয়ে দেখার এটাই সেরা সুযোগ ফ্লিকের।
বিশ্বকাপ এলেই যেন অন্য এক দলে পরিণত হয় জার্মানি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের অন্যতম সফল দলও তারা। ফেবারিট হিসেবেই প্রতিটি বিশ্বকাপ শুরু করে জার্মানরা। তবে এবার পরিস্থিতি যেমন হওয়ার কথা, তেমনটা নয়। বিশ্বকাপের আগে তারা নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে মাঠে নামবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বিপক্ষে।
ওমানের রাজধানী মাসকাটে সুলতান কুদুস স্পোর্টস কমপ্লেক্সে মাঠে নামার আগে জার্মানদের ফর্মের হিসাব খুলে বসলে কিছুটা চমকাতেই হবে। সবশেষ ছয় ম্যাচে যাদের জয়ের সংখ্যা মাত্র একটি। কে বলবে, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা? বিশ্বকাপ বাছাইয়ে হ্যানসি ফ্লিকের দলের রেকর্ড অবশ্য বেশ চমৎকার ছিল। ১০ ম্যাচের ৯টিতেই জয় পেয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। কিন্তু উয়েফা নেশনস লিগ বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এসেই যেন খেই হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। পঞ্চম বিশ্বকাপ জয়ের মিশন শুরুর আগে ফর্মে ফেরার তাগিদ তাই সবচেয়ে বেশি জার্মানদেরই।
শক্তির বিচারে জার্মানরা ওমানের চেয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৫তম অবস্থায় থাকলেও কখনোই বিশ্বকাপ খেলেনি মধ্যপ্রাচ্যের এই দেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অবশ্য জার্মানদের চেয়ে এগিয়ে ওমানই। সবশেষ ছয় ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য নামমাত্র। ১৯৯৮ সালে নিজেদের একমাত্র লড়াইয়ে ২-০ গোলে জয় পেয়েছিল ম্যানুয়েল নয়্যারদের পূর্বসূরিরা।
বিশ্বকাপে অংশ নেওয়ার হিসাবে ব্যর্থই বলা যায় ওমানকে। অন্যদিকে প্রথম আসরে অংশগ্রহণ না করা জার্মানি ফুটবল দল ১৯৫০-এর আসরে নিষিদ্ধ থাকায় বিশ্বকাপ খেলতে পারেনি। এ ছাড়া বিশ্বকাপের সব আসরেই খেলেছে তারা। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা অবশ্য রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। কিন্তু এবার তাদেরও লক্ষ্য শিরোপা জয়। কোচ ফ্লিক অবশ্য এখনই বিশ্বকাপ নিয়ে আলোচনার দিকে যেতে চান না। তাঁর মনোযোগ ম্যাচ বাই ম্যাচ। দলের খেলোয়াড়দের ফর্মে ফেরার তাগিদই বেশি তাঁর। ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচ হলেও জয় ছাড়া কিছুই ভাবছেন না ন্যয়ার-মুলাররা।
কাতার বিশ্বকাপের আগে হ্যানসি ফ্লিকের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘নাম্বার নাইন’। চোটে পড়ে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন টিমো ভের্নার। তাঁর জায়গায় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ের্ডার ব্রেমেনের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড নিকোলাস ফুলক্রুগ। তাঁকে বাজিয়ে দেখার এটাই সেরা সুযোগ ফ্লিকের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪