Ajker Patrika

সিনেমার নতুন জুটি আদর ও মানসী

সিনেমার নতুন জুটি আদর ও মানসী

চলতি বছর ‘তালাশ’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে আদর আজাদের। তাঁর বিপরীতে ছিলেন শবনম বুবলী। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কেড়েছেন আদর আজাদ। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘লাইভ’ ও ‘যাও পাখি বলো তারে’। দুই সিনেমায়ই নায়িকা ছিলেন মাহিয়া মাহি। এবার আদর জুটি বাঁধতে চলেছেন টিভি নাটকের পরিচিত মুখ মানসী প্রকৃতির সঙ্গে।

সিনেমার নাম ‘অগ্নিশিখা’। সম্প্রতি তাঁরা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন।

নিটোল প্রেমের গল্পে আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন আরিফুর জামান আরিফ। নতুন সিনেমা নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রেমের গল্প হলেও নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই গল্প তৈরি হয়েছে। এই সিনেমায় প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। দর্শকদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’এদিকে ‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ সিনেমা

 আদর আজাদ ও মানসী প্রকৃতিদুটির মাধ্যমে বড় পর্দায় নিজেকে জানান দিলেও পরে আর তাঁর দেখা মেলেনি মানসী প্রকৃতির। অভিনেত্রী বলেছেন, ‘দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই সিনেমায় আমার অভিষেক হয়েছে। কিন্তু নানা কারণে নিয়মিত হতে পারিনি। তবে এবার নিজেকে পুরোপুরি প্রস্তুত করে কাজে নেমেছি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব। আশা করছি, আদর আর আমার জুটিটা দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পুবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ। একটানা কাজ করে শেষ হবে ‘অগ্নিশিখা’র শুটিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত