মো. হুমায়ূন কবীর, ঢাকা
আইনি সংস্কার না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশন (ইসি) বেশ উদ্যোগী। ইসি কয়েদিসহ আইনগতভাবে আটক ব্যক্তি, প্রবাসী এবং অন্যদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করে। কিন্তু তাতে ভোটারদের সাড়া মেলেনি বলে ইসি সূত্রে জানা গেছে।
পোস্টাল ব্যালটের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ ভোটারদের জন্য নির্ধারিত সময় শেষ হয়েছে। কোনো ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন এমন কোনো খবর পাইনি। তবে যাঁরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য সময় আছে।’
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ১ কোটি ৪০ লাখের মতো বাংলাদেশির অবস্থান। এই নাগরিকেরা নির্বাচনী আইন ও ব্যবস্থাপনা জটিলতার কারণে দেশের কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।
বিদ্যমান আরপিও অনুযায়ী বাংলাদেশি ভোটাররা দুভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—একটি হচ্ছে কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি, অন্যটি পোস্টাল ব্যালটের মাধ্যমে। ইসির একাধিক কর্মকর্তার মতে, পোস্টাল ব্যালটের প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় তা কার্যকর হয় না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে ইসির ব্যাপক উৎসাহ থাকলেও প্রার্থীদের কাছ থেকে সাড়া মেলেনি। এ ব্যবস্থা চালু করতে ২১ কোটি টাকার মতো খরচ করা হয়। এবার অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ২১ প্রার্থী। তবে বাছাইয়ের পর বৈধ প্রার্থী আছেন মাত্র দুজন। শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে ভোটের লড়াইয়ে টিকে থাকা দুজন হলেন বিএনপি ছেড়ে নৌকার প্রার্থী হওয়া শাজাহান ওমর (ঝালকাঠি-১) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ নুরুল আমিন ভূঞা (ফেনী-২)।
ইসির অতিরিক্ত সচিব গতকাল মঙ্গলবার জানিয়েছেন, তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তা ছাপানো শেষ হবে। ২৫ ডিসেম্বরের পর ব্যালট জেলায় যাবে।
আইনি সংস্কার না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশন (ইসি) বেশ উদ্যোগী। ইসি কয়েদিসহ আইনগতভাবে আটক ব্যক্তি, প্রবাসী এবং অন্যদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করে। কিন্তু তাতে ভোটারদের সাড়া মেলেনি বলে ইসি সূত্রে জানা গেছে।
পোস্টাল ব্যালটের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ ভোটারদের জন্য নির্ধারিত সময় শেষ হয়েছে। কোনো ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন এমন কোনো খবর পাইনি। তবে যাঁরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য সময় আছে।’
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ১ কোটি ৪০ লাখের মতো বাংলাদেশির অবস্থান। এই নাগরিকেরা নির্বাচনী আইন ও ব্যবস্থাপনা জটিলতার কারণে দেশের কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।
বিদ্যমান আরপিও অনুযায়ী বাংলাদেশি ভোটাররা দুভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—একটি হচ্ছে কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি, অন্যটি পোস্টাল ব্যালটের মাধ্যমে। ইসির একাধিক কর্মকর্তার মতে, পোস্টাল ব্যালটের প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় তা কার্যকর হয় না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে ইসির ব্যাপক উৎসাহ থাকলেও প্রার্থীদের কাছ থেকে সাড়া মেলেনি। এ ব্যবস্থা চালু করতে ২১ কোটি টাকার মতো খরচ করা হয়। এবার অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ২১ প্রার্থী। তবে বাছাইয়ের পর বৈধ প্রার্থী আছেন মাত্র দুজন। শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে ভোটের লড়াইয়ে টিকে থাকা দুজন হলেন বিএনপি ছেড়ে নৌকার প্রার্থী হওয়া শাজাহান ওমর (ঝালকাঠি-১) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ নুরুল আমিন ভূঞা (ফেনী-২)।
ইসির অতিরিক্ত সচিব গতকাল মঙ্গলবার জানিয়েছেন, তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তা ছাপানো শেষ হবে। ২৫ ডিসেম্বরের পর ব্যালট জেলায় যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪